Wednesday, November 29, 2023
HomeSports NewsCalcutta League: কলকাতা লিগে সাফল্য পেতে পরিকল্পনা ফাঁস মশালবাহিনীর কোচের

Calcutta League: কলকাতা লিগে সাফল্য পেতে পরিকল্পনা ফাঁস মশালবাহিনীর কোচের

গতকাল ব্যাপক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়েছে এবারের কলকাতা লিগ (Calcutta League)। যেখানে প্রথম ম্যাচে সার্দান সমিতি কে ২-০ গোলে পরাজিত করেছে কিবু ভিকুনার ডায়মন্ড হারবার এফসি। তবে এখনি মাঠে নামছে কলকাতার তিন প্রধান। আসন্ন জুলাই মাসের শুরু থেকেই নিজেদের অভিযান শুরু করবে ইস্টবেঙ্গল, মোহনবাগান ও মহামেডান ক্লাব।

   

তালিকা অনুযায়ী দেখলে আগামী ১০ জুলাই থেকে অভিযান শুরু করবে ইমামি ইস্টবেঙ্গল ব্রিগেড। প্রতিপক্ষ ওয়েস্টবেঙ্গল পুলিশ। সেইমতো নিজেদের অনুশীলন শুরু করেছে দল। গত কয়েকদিন আগেই শহরে এসে উপস্থিত হয়েছেন লাল-হলুদ জুনিয়র দলের কোচ তথা কার্লোস কুয়াদ্রাতের সহকারী কোচ বিনো জর্জ। গত কয়েকদিন ধরে ট্রায়ালের মাধ্যমে বেশকিছু ফুটবলার বেছে নেওয়ার পর প্রস্তুতি শুরু করেন তিনি। মূলত গত মরশুমের থেকে এবছর নিজেদের কে আরও উন্নত করার পাশাপাশি ভালো পারফরম্যান্স তুলে ধরাই একমাত্র লক্ষ্য তাদের।

এই মর্মেই আজ ইমামি ইস্টবেঙ্গল দলের পক্ষ থেকে আপলোড করা হয় একটি বিশেষ ভিডিও। যেখানে এই সন্তোষ ট্রফি জয়ী কোচ বলছেন, বর্তমানে ইমামি ইস্টবেঙ্গল অনেকটা তার পরিবারের মতো। আমি আশা করি গতবারের হতাশা ভুলে এবার নিজেদের মেলে ধরতে সক্ষম হবে আমাদের ছেলেরা। এবার ও ইস্টবেঙ্গল দল আমাকে দায়িত্ব দিয়েছে। বিশেষ করে জুনিয়র দলের পাশাপাশি সিনিয়র দলের সহকারী হিসেবে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। বিষয় টা অনেক চ্যালেঞ্জিং।

তবে এই নতুন দায়িত্ব পেয়ে আমি যথেষ্ট খুশি। পাশাপাশি খেলোয়াড়দের প্রসঙ্গে বিনো বলেন, এই টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হওয়ার মতোই দল গঠন করা হয়েছে। ফুটবলারদের প্রতিভা নিয়ে নতুন কিছু বলার নেই। আমরা যথেষ্ট কঠোর অনুশীলন করছি। দলের সকলেই নিজেদের সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে রয়েছে। আশা করছি এবার সমর্থকদের মুখে হাসি ফোঁটাতে পারব।

বলাবাহুল্য, গত করোনা পরিস্থিতির পর এই প্রথবার কলকাতা লিগে অংশগ্রহণ করছে ময়দানের তিন প্রধান। যেখানে আগামী ৫ তারিখ পাঠচক্রের বিরুদ্ধে নিজেদের অভিযান শুরু করবে মোহনবাগান সুপারজায়ান্টস। অন্যদিকে ৬ ই জুলাই ইউনাইটেড স্পোর্টস ক্লাবের বিপক্ষে নিজেদের ঘরের মাঠে কলকাতা লিগ শুরু করবে মহামেডান স্পোর্টিং ক্লাব।

Latest News