সুস্থ হয়ে ফিরেছেন ইমামি ইস্টবেঙ্গল ( East Bengal) কোচ স্টিফেন কনস্টানটাইন। রবিবারই দিয়েছিলেন তাঁর কাজে ফেরার বার্তা। এদিন ফুটবলারদের সঙ্গে দেখা গেল আরও একজনকে।
বারো সেপ্টেম্বর সুমিত পাসির জন্মদিন। ক্লাবের পক্ষ থেকে সকালেই জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়েছিল তাঁকে। সোশ্যাল মিডিয়ায় সুমিতের ছবি পোস্ট করে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়েছিল। পরে দলের সঙ্গে তিনি পালন করেছেন এই বিশেষ দিনটি। লাল হলুদ সমর্থকরাও শুভেচ্ছা জানিয়েছেন তাঁকে।
দলের সঙ্গে কেক কেটেছেন সুমিত। সেখানে উপস্থিত ছিলেন কোচ স্টিফেন কনস্টানটাইন।
সুমিত নিজে হাতে তাঁকে কেক খাইয়ে দিয়েছেন। ওই ঘরেই ছিলেন সহকারী কোচ বিনো জর্জ। স্টিফেনের মতো তিনিও করোনা আক্রান্ত হয়েছিলেন বলে জানা গিয়েছিল। আজ তিনি সুমিত পাসির জন্মদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ক্লাবের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে কেক কাটা ও জন্মদিন পালনের ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানেই জর্জকে দেখা গিয়েছে।
স্টিফেনের পছন্দের ফুটবলার সুমিত পাসি। তাঁর সুপারিশেই ভারতীয় এই ফুটবলারকে ইস্টবেঙ্গল দলে নিয়েছে বলে খবর। ইতিমধ্যে ধারাবাহিকভাবে লাল হলুদ জার্সি পরে মাঠে নেমেছেন। যদিও প্রাথমিকভাবে সমর্থকরা তাঁর খেলা দেখে খুব একটা খুশি নন। কিন্তু আজ জন্মদিন। তাই বিতর্ক, সমালোচনা অন্য দিন।