কলকাতা ফুটবল লিগের জন্য ইস্টবেঙ্গলের (East Bengal) কোচ হচ্ছেন বিনো জর্জ। সন্তোষ ট্রফি জয়ী কোচের হাত ধরে শুরুটা ভালো করতে চাইছে ক্লাব। সেই সঙ্গে গড়ে নিতে চাইছে ভালো স্কোয়াড।
নতুন মরসুমের আগে পাওয়া গিয়েছে প্রচুর দল বদলের খবর। কোথাও নতুন কোচ নিয়োগ হয়েছে, তো কোথাও এসেছেন নতুন বিদেশি ফুটবলার। নতুন দল পেয়েছেন প্রচুর বাঙালি ফুটবলার। উল্লেখ্য, বহু বাঙালি ফুটবলার ইতিমধ্যে চলে গিয়েছেন দক্ষিণ ভারতের বিভিন্ন ক্লাবে।
এর উল্টোটা এবার হতে পারে। সৌজন্যে ইস্টবেঙ্গল এবং বিনো জর্জ। সব ঠিক থাকলে দক্ষিণ ভারত থেকে ভালো মানের একাধিক ফুটবলার কলকাতায় নিয়ে আসতে পারেন তিনি। বিনো গোকুলাম কেরালা দলের সঙ্গে দীর্ঘ দিন ধরে যুক্ত। প্রচুর ফুটবলারের সঙ্গে যোগাযোগ থাকা স্বাভাবিক।
জানা গিয়েছে, ইতিমধ্যে স্কোয়াডের একটা তালিকা জর্জের কাছে ইস্টবেঙ্গল পাঠিয়ে দিয়েছে। সেটা দেখে কোচ এবার নিজের পছন্দ মতো দল সাজানোর চেষ্টা করতে পারেন। সেক্ষেত্রে তিনি তাঁর পছন্দের খেলোয়াড়কে দলে নেওয়ার প্রস্তাব দিতে পারেন ক্লাবকে ।