East Bengal: বড়সড় চুক্তিতে লাল-হলুদে থেকে যাচ্ছেন বিনো জর্জ

Bino George

এবারের ফুটবল মরশুমে ইমামি ইস্টবেঙ্গল ক্লাবের (East Bengal) সিনিয়র দলের পারফরম্যান্স খুব একটা ভালো থাকেনি। এই নিয়ে টানা তিনটে বছর আইএসএলের পয়েন্ট টেবিলের তলানিতে থাকতে হয়েছে তাদের। যা দেখে হতাশ সকলেই। তবে বড়দের থেকে অপেক্ষাকৃত অনেকটাই ভালো পারফরম্যান্স করেছে জুনিয়ররা। শুরুতে বেগ পেতে কিছুটা সময় লাগলে ও ধীরে ধীরে ছন্দে ফিরেছে তুহিন-জেসিনরা।

রিলায়েন্স কতৃক আয়োজিত ইয়ুথ ডেভলপমেন্ট লিগের প্রথম ম্যাচ থেকেই যথেষ্ট দাপট দেখিয়েছে মশাল ব্রিগেড। প্রথম ম্যাচে ইউনাইটেড স্পোর্টস ক্লাব কে হারানোর পর থেকে সময় যত এগিয়েছে ততই আলাদা ছন্দে দেখা দিয়েছে দল। তারপর কলকাতার আরেক প্রধান মহামেডান স্পোর্টিং ক্লাব কে হারানোর পর থেকে নিউআলিপুর সুরুচি সংঘ হোক কিংবা ওডিশা এফসি প্রায় সকলকেই হারায় লাল-হলুদ। সেবার প্রথম ডার্বিতে মোহনবাগানের সঙ্গে ড্র করলেও প্রোগ্ৰশন রাউন্ডে পড়শি ক্লাব কে পরাজিত করে ইস্টজোন চ্যাম্পিয়ন হয় ইস্টবেঙ্গল। তবে জাতীয় পর্বে সাফল্যের শিখরে পৌঁছতে না পারলে ও দলের লড়াকু মেজাজ দেখে খুশি সকলেই।

   

তবে শুধু ফুটবলাররাই নয়, দলের এই পারফরম্যান্সে অনেকটাই অবদান রয়েছে দলের কোচ বিনো জর্জের। সেজন্য তাকে পুরষ্কৃত করার লক্ষ্যে নয়া চমক দেয় ইস্টবেঙ্গল। গতকাল তাদের ফেসবুক পেজ থেকে জানিয়ে দেওয়া হয়, আসন্ন মরশুম গুলির ক্ষেত্রে ইস্টবেঙ্গল কোচ কার্লোস কুয়াদ্রাতের সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন সন্তোষ ট্রফি জয়ী কোচ বিনো জর্জ। বলাবাহুল্য, এবারের ফুটবল মরশুমের শুরুটা খারাপ হলেও বিনোর হাত ধরেই যথেষ্ট ভালো পারফরম্যান্স করেছে অতুল-হিমাংশুর মতো ফুটবলাররা। পাশাপাশি চার বছর পর মিলেছে ডার্বি জয়ের স্বাদ। তার বিনো কে দায়িত্ব দেওয়ায় খুশি সকলেই।

সেই নিয়েই আজ ফের নতুন তথ্য উঠে আসে লাল-হলুদের অফিশিয়াল পেজ থেকে। যেখানে বলা হয়, আগামী তিনটি মরশুমের জন্য ইমামি ইস্টবেঙ্গলের দায়িত্বে থাকবেন কেরলের এই তারকা কোচ। অর্থাৎ আগামী তিন বছর কার্লোস কুয়াদ্রাতের সহকারী থাকার পাশাপাশি ইমামি ইস্টবেঙ্গলের জুনিয়র দলের দায়িত্ব ও পালন করবেন বিনো।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন