Bilal Khan: ওমানের বোলার পিছনে ফেলল বুমরাহ-আফ্রিদিদের

ওয়ানডে ক্রিকেটে আলোড়ন সৃষ্টি করে নতুন রেকর্ড গড়েছেন ওমান (Oman) ক্রিকেট দলের বোলার বিলাল খান (Bilal Khan)। বুধবার নামিবিয়ার বিপক্ষে ম্যাচে ৩ উইকেট নিয়ে বড়…

Bilal Khan: ওমানের বোলার পিছনে ফেলল বুমরাহ-আফ্রিদিদের

ওয়ানডে ক্রিকেটে আলোড়ন সৃষ্টি করে নতুন রেকর্ড গড়েছেন ওমান (Oman) ক্রিকেট দলের বোলার বিলাল খান (Bilal Khan)। বুধবার নামিবিয়ার বিপক্ষে ম্যাচে ৩ উইকেট নিয়ে বড় রেকর্ড গড়েছেন বিলাল খান। ভারতের তারকা বোলার জসপ্রীত বুমরাহ, পাকিস্তানের তারকা বোলার শাহিন আফ্রিদি ও অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বোলার মিচেল স্টার্ককে পেছনে ফেলেছেন এই ফাস্ট বোলার।

IND vs AUS ফাইনাল ম্যাচের পিচে হয়েছিল কারচুপি? মুখ খুললেন প্রাক্তন কোচ

বুধবার নামিবিয়ার বিপক্ষে ম্যাচে ৩ উইকেট নেন বিলাল খান। এই ৩ উইকেট নিয়ে দ্রুততম বোলার হিসেবে ১০০ উইকেট শিকারের রেকর্ড গড়েছেন তিনি। মাত্র ৪৯ ম্যাচে ১০০ উইকেট নিয়েছেন বিলাল খান। এর আগে এই রেকর্ডটি ছিল পাকিস্তানের পেসার শাহিন আফ্রিদির নামে, যিনি ৫১ ম্যাচে ১০০ উইকেট নিয়েছিলেন।

ম্যাচ ক্রিকেটারের নাম টিম
৪৯ বিলাল খান ওমান
৫১ শাহীন আফ্রিদি পাকিস্তান
৫২ মিচেল স্টার্ক অস্ট্রেলিয়া
৫৪ শেন বন্ড নিউজিল্যান্ড

East Bengal: চোট-শঙ্কার মধ্যেও আশার আলো দেখালেন ২ তারকা

Advertisements

এদিকে ৫২ ম্যাচে ১০০ উইকেট শিকারের রেকর্ড গড়ার এই তালিকায় তিন নম্বরে আছেন অস্ট্রেলিয়ার অভিজ্ঞ পেসার মিচেল স্টার্ক। ভারতের হয়ে মহম্মদ শামি ৫৬ ও জসপ্রীত বুমরাহ ১০০ উইকেট নেন। বিশ্বের প্রথম বোলার হিসেবে ওয়ানডে ক্রিকেটে দ্রুততম ১০০ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন বিলাল খান। একই সঙ্গে ওয়ানডে ক্রিকেটে স্পিন বোলিং করে দ্রুততম ১০০ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন নেপালের লেগ স্পিনার সন্দীপ লামিচানে। মাত্র ৪২ ম্যাচে ১০০ উইকেট নিয়েছেন লামিচানে। ৪৪ ম্যাচে ১০০ উইকেট নেওয়া এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন আফগানিস্তানের অভিজ্ঞ লেগ স্পিনার রশিদ খান।