East Bengal: লাল-হলুদের জয় নিয়েও খুশি নন বিকাশ পাঁজি, কিন্তু কেন?

গত ২৫ তারিখ থেকে এবারের হিরো আইএসএলের অভিযান শুরু করলেও সেই ম্যাচে জয়ের মুখ দেখতে পারেনি লাল-হলুদ (East Bengal) ব্রিগেড। যারফলে, কিছুটা হতাশা দেখা দিয়েছিল…

Bikash Panji

গত ২৫ তারিখ থেকে এবারের হিরো আইএসএলের অভিযান শুরু করলেও সেই ম্যাচে জয়ের মুখ দেখতে পারেনি লাল-হলুদ (East Bengal) ব্রিগেড। যারফলে, কিছুটা হতাশা দেখা দিয়েছিল দলের সমর্থকদের মধ্যে। তবে হায়দরাবাদ ম্যাচে সমস্ত কিছু পুষিয়ে দিয়েছে ইস্টবেঙ্গল ফুটবল দল। নির্ধারিত সময়ের শেষে ২-১ গোলের ব্যবধানে ম্যাচ পকেটে পুড়ে নিয়েছে কলকাতার এই প্রধান। দলের হয়ে জোড়া গোল করেন ব্রাজিলিয়ান তারকা ক্লেটন সিলভা।

গতবার দলের পারফরম্যান্স খুব একটা ভালো না হলে দূরন্ত ছন্দে ছিলেন ক্লেটন। করেছিলেন প্রায় বারোটি গোল। গতকালের ম্যাচে ফের নিজের জাদু দেখান এই তারকা ফুটবলার। ম্যাচের একেবারে প্রথমদিকে হিতেশ শর্মার করা গোলে হায়দরাবাদ এফসি এগিয়ে গেলেও ঠিক দুই মিনিটের সমতায় ফেরান লাল-হলুদ অধিনায়ক ক্লেটন সিলভা। প্রথমার্ধের শেষে ১-১ গোলেই শেষ হয় ম্যাচ।

   

দ্বিতীয়ার্ধে ফের আক্রমণ শুরু করতে থাকে মশাল ব্রিগেড। ঘন ঘন আক্রমণ উঠে আসলেও দাঁতে দাঁত চেপে ডিফেন্স করতে থাকে হায়দরাবাদ। যা বজায় থাকে নির্ধারিত নব্বই মিনিট পর্যন্ত। তারপর ম্যাচের ঠিক ৯৩ মিনিটের মাথায় ফ্রি-কিক থেকে অনবদ্য গোল ক্লেটন সিলভার। সেই ফলাফল ধরেই ম্যাচ জয় লাল-হলুদের। বলা যায়, এবারের আইএসএলে প্রথম জয় তুলে নিল ইস্টবেঙ্গল। তবে দলের এই পারফরম্যান্সে একেবারেই খুশি নন প্রাক্তন তারকা বিকাশ পাঁজি। কিন্তু কেন?

তিনি বলেন,” আইএসএলের শক্তিশালী দলের মধ্যে এবার আর নেই হায়দরাবাদ এফসি। আসলে গতবছর তাদের দল শক্তিশালী থাকলেও এবছর বহু ফুটবলার দল ছেড়েছে তাদের। তবে দলের পারফরম্যান্স খুব একটা ভালো না হলেও আমরা ম্যাচের তিন পয়েন্ট পেয়েছি, এটাই আমাদের কাছে আনন্দের। আশা করি দলের ফুটবলারদের মধ্যে যে সমস্ত ভুল ভ্রান্তি দেখা দিচ্ছে সেগুলিকে সংশোধন করে আগামী ৪ঠা অক্টোবর বেঙ্গালুরু এফসির বিপক্ষে খেলবে ইমামি ইস্টবেঙ্গল।” পাশাপাশি দলের প্রথম একাদশে ক্লেটন সিলভাকে রাখা নিয়েও কোচ কার্লোস কুয়াদ্রাতের ভূয়সী প্রশংসা করেন লাল-হলুদের এই প্রাক্তন ফুটবলার।