বুমরাহ স্ট্রাইকে বড় সাফল্য টিম ইন্ডিয়ার

Sports desk: ‘বক্সিং ডে’ টেস্টে সুপারস্পোর্টস পার্কে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন টেস্টের সিরিজের প্রথম টেস্ট সেঞ্চুরিয়নে ভারত জয়ের থেকে ৫ উইকেট দূরে। জসপ্রীত বুমরাহের ডেলিভারিতে…

team-india

short-samachar

Sports desk: ‘বক্সিং ডে’ টেস্টে সুপারস্পোর্টস পার্কে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন টেস্টের সিরিজের প্রথম টেস্ট সেঞ্চুরিয়নে ভারত জয়ের থেকে ৫ উইকেট দূরে। জসপ্রীত বুমরাহের ডেলিভারিতে প্রোটিয়া অধিনায়ক ডিন এলগার ৭৭ রানে বিদায় নিতেই চলতি টেস্ট সিরিজে প্রোটিয়ার্সদের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ জয়ের সুবর্ণ সুযোগ হাতছানি দিচ্ছে বিরাট ভারতের সামনে।

   

একা কুম্ভ হয়ে দূর্গ রক্ষা করছিলেন পঞ্চম দিনে প্রোটিয়া অধিনায়ক। টেনশন বেড়েই চলেছিল বিরাট ভারতের।অবশেষে জয়ের ‘পথের কাটা’ উপড়ে ফেলেন বুমরাহ,চোট সারিয়ে।

১৬৪ রানে ৭ উইকেট দক্ষিণ আফ্রিকার। জয়ের জন্য দরকার ১৪১ রান প্রোটিয়াদের। বুমরাহ ৩, সামি ও সিরাজ ২ টি করে উইকেট তুলেছে এই প্রতিবেদন লেখার সময়ে। ক্রিজে বাভুমা ২২ আর জ্যানসন রানের খাতা এখনও খোলেনি।