আগামী ২৯ অক্টোবর, ইন্ডিয়ান সুপার লিগের (ISL) প্রথম লেগের ডার্বি ম্যাচ হতে চলেছে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে। হাইপ্রেসার গেমের আগে ইস্টবেঙ্গল এফসি টিম থেকে সমর্থকদের জন্য স্বস্তির খবর এসেছে। এই নিয়ে ইস্টবেঙ্গল এফসি টুইটার হ্যান্ডেলে টুইট পোস্টের ক্যাপসনে লেখা হয়েছে,”দেখুন কে আমাদের প্রশিক্ষণে যোগ দিয়েছে! 🤩
#জয়ইস্টবেঙ্গল #হিরোআইএসএল #আমাগোমশাল “
জানা গিয়েছে, হিমাংশু ঝাংড়া জাতীয় ক্যাম্প থেকে ফিরে এসে সোমবার থেকে দলের প্র্যাকটিসে যোগ দিয়েছে। অন্যদিকে, অঙ্কিত যাদবকে পুনরায় রিজার্ভ দল থেকে সিনিয়র দলে ডাকা হয়েছে। নর্থইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে ম্যাচে চোটের জন্য
এলিয়ান্দ্রো,লিমা, সৌভিকের সার্ভিস পায়নি লাল হলুদ ব্রিগেড।কিন্তু ডার্বি ম্যাচের আগে পুরো ফিট এই তিন ফুটবলার। নিঃসন্দেহে ইস্টবেঙ্গল এফসি দলে ডার্বি ম্যাচের আগে ফ্রেশ লেগ ইনপুট হওয়াতে চিরপ্রতিদ্বন্দ্বী ATK মোহনবাগানের বিরুদ্ধে লাল হলুদ শিবিরের শক্তি বাড়ালো তাতে কোনও সন্দেহ নেই।
Look who has joined us in training! 🤩#JoyEastBengal #HeroISL #আমাগোমশাল pic.twitter.com/93o6U0vdNJ
— East Bengal FC (@eastbengal_fc) October 24, 2022
এরই সঙ্গে,কেরালার হয়ে সন্তোষ ট্রফিতে সর্বোচ্চ গোলদাতা জেসিন টিকে সিনিয়র দলের স্কোয়াডে এসেছে যা লাল হলুদ সমর্থকদের কাছে বড় খবর। তবে জেসিন ডার্বি ম্যাচের প্রথম একাদশে জায়গা পাবে কিনা তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।