টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতাকে সই করিয়ে নিল ইউনাইটেড স্পোর্টস

তৃণমূল স্তর থেকে ফুটবলার তুলে নিয়ে আসার ব্যাপারে ক্রমে নিজেদের প্রতিষ্ঠা করেছে ইউনাইটেড স্পোর্টস। কলকাতা ময়দানের তিন প্রধানের বাইরেও নিজেদের উপস্থিতির কথা আলাদাভাবে জানান দেয়…

Chewang Tamang

তৃণমূল স্তর থেকে ফুটবলার তুলে নিয়ে আসার ব্যাপারে ক্রমে নিজেদের প্রতিষ্ঠা করেছে ইউনাইটেড স্পোর্টস। কলকাতা ময়দানের তিন প্রধানের বাইরেও নিজেদের উপস্থিতির কথা আলাদাভাবে জানান দেয় বেগুনী ব্রিগেড। সম্প্রতি আরও এক উঠতি ফুটবলারের সঙ্গে সই সম্পন্ন করেছে ক্লাব।

রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিভা অন্বেষণ করে থাকে ইউনাইটেড স্পোর্টস। এই ক্লাবের হাত ধরে জাতীয় স্তরে উঠে এসেছেন একাধিক ফুটবলার। সম্প্রতি আলোচনায় ঢুকে পড়েছেন চেওয়াং তামাং। আই লীগের এলিট অনূর্ধ্ব ১৭ দলে জায়গা করে নিয়েছে এই ছাত্র। চেওয়াং তামাং এর সঙ্গে সই পর্বের কিছু ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করেছে ইউনাইটেড স্পোর্টস ক্লাব।

সামাজিক মাধ্যমে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, উত্তরবঙ্গ থেকে প্রতিভা সম্পন্ন ফুটবলার খুঁজে বের করার জন্য শুরু করা হয়েছিল বিশেষ শিবির। মোটের ওপর ভালোই সাড়া মিলেছে এই শিবিরে। ভারত ক্রিকেট পাগল দেশ হলেও উঠতি ফুটবলারের দেখা মেলে সর্বত্র। প্রতিভা অন্বেষণের ব্যাপারে পাহাড়ি এলাকায় চোখ ফেরান বহু ক্লাব। উত্তরবঙ্গের আন্তঃস্কুল টুর্নামেন্টে নজর কেড়েছিল চেওয়াং তামাং। টুর্নামেন্টে সবথেকে বেশি গোল করেছেন দুন হেরিটেজ স্কুলের এই ছাত্র।