বড় সুযোগ পেলেন মোহনবাগানে খেলা ৩ ফুটবলার

এবারের কলকাতা ফুটবল লীগ হয়েছে অনেকটা আলাদা। ফরম্যাট আরও দীর্ঘ করা হয়েছিল। টুর্নামেন্টে ছিলেন না কোনো বিদেশি ফুটবলার। যার ফলে খেলা হয়েছিল আরও জমাটি, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।…

Debnath Mondal

short-samachar

এবারের কলকাতা ফুটবল লীগ হয়েছে অনেকটা আলাদা। ফরম্যাট আরও দীর্ঘ করা হয়েছিল। টুর্নামেন্টে ছিলেন না কোনো বিদেশি ফুটবলার। যার ফলে খেলা হয়েছিল আরও জমাটি, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। বিদেশি ফুটবলার না থাকায় দেশের ছেলেরা আরও বেশি করে নিজেদের চেনানোর সুযোগ পেয়েছেন। আগে দেখা যেতো যে প্রথম একাদশের গুরুত্বপূর্ণ কিছু পজিশনে বিদেশি ফুটবলারদের কাঁধে দায়িত্ব দিয়েছে ক্লাব।

   

মাঝমাঠ, রক্ষণ এবং আক্রমণভাগের জরুরি অংশে বিদেশি ফুটবলারদের রমরমা বেশি দেখা গিয়েছিল বিগত কয়েক মরসুমের কলকাতা ফুটবল লীগের ম্যাচে। এবার আর তেমনটা হয়নি। আগামী দিনের অর্ণব মন্ডল, অসীম বিশ্বাস, মেহতাব হুসেন, নবিদের খুঁজে এবারের মরসুমের কলকাতা ফুটবল লীগ করানো হয়েছিল বিদেশি ফুটবলার বিহীন। যার ফলে একাধিক ফুটবলার উঠে এসেছেন প্রচারের আলোকে।

শুক্রবার সন্তোষ ট্রফির জন্য দল ঘোষণা করেছে বাংলা। সেখানে জায়গা পেয়েছেন মোহন বাগান সুপার জায়ান্টের রিজার্ভ দলের তিন ফুটবলার। কলকাতা ফুটবল লীগের শুরুটা ভালো করে সুপার সিক্সে জায়গা পেয়েছিল সবুজ মেরুন ব্রিগেড। বাগান সমর্থকদের অনেকের পছন্দের পাত্র হয়ে উঠেছিলেন রাজ বাস্ফোর, তিনি সন্তোষ ট্রফি খেলতে যাবেন বাংলার হয়ে। বাংলার স্কোয়াডে ডাক পেয়েছেন বাগানের আরও দুই খেলোয়াড় দেবনাথ মন্ডল এবং দিপেন্দু বিশ্বাস।

বাংলার এবারের সন্তোষ ট্রফির অধিনায়ক হয়েছেন মোহনবাগানের প্রাক্তন ফুটবলার শংকর রায়, বর্তমানে যিনি ভবানীপুরের ফুটবলার। এছাড়াও বাগানের আরও এক প্রাক্তন ফুটবলার শুভ ঘোষ জায়গা পেয়েছেন বাংলার সন্তোষ ট্রফির দলে।