Bibiano Fernandes: উজবেকিস্তান ম্যাচ নিয়ে যথেষ্ট আশাবাদী বিবিয়ানো, কি বলছেন তিনি?

Coach Bibiano Fernandes Reveals Exclusive Strategy for Indian Team's Success

গতকাল এএফসি এশিয়ান কাপের প্রথম ম্যাচে ভিয়েতনামের সঙ্গে ড্র করেছে ভারতের ছোটরা। প্রথমে ১ গোলের ব্যবধানে পিছিয়ে থাকলেও পরবর্তীতে গোল শোধ করে ছোটরা। যারফলে নির্ধারিত সময়ের শেষে অমীমাংসিত থাকে ম্যাচের ফলাফল। পরবর্তী ম্যাচে এবার উজবেকিস্তানের মুখোমুখি হতে হবে ভারতীয় দলকে। তবে সেই নিয়ে নাকি খুব একটা চিন্তার কিছু দেখছেন না জাতীয় দলের কোচ বিবিয়ানো ফার্নান্দেজ (Bibiano Fernandes)। কিন্তু কেন?

Advertisements

এই প্রসঙ্গে এবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ভিয়েতনামের সঙ্গে এই ফলাফল আমাদের কাছে যথেষ্ট ফলদায়ক। তবে আমাদের ছেলেরা যা তাতে পরিস্থিতি বদলাতে পারতো। তবে এই ম্যাচ আমাদের অনেক কিছু শিখিয়েছে। পরবর্তীতে আমরা নিজেদের ভালো মন্দ সমস্ত কিছু দেখে নিয়ে ভালো ফল করার দিকে এগোতে পারব।

তবে সাংবাদিকদের তরফ থেকে আসন্ন প্রতিপক্ষ উজবেকিস্তান কে নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ওরা যথেষ্ট শক্তিশালী দল। দলের অধিকাংশ ফুটবলারদের বোঝাপড়া খুব সুন্দর। তবে আমরা আগে ও উজবেকিস্তানের বিপক্ষে খেলেছি। আমাদের কাছে ওদের সাথে খেলার যে অভিজ্ঞতা রয়েছে তা কাজে লাগিয়েই আমরা জিততে চাই।

Advertisements

শেষ পর্যন্ত বিবিয়ানোর এই আত্মবিশ্বাস কতটা বজায় থাকে এখন সেটাই দেখার। তবে চলতি বছর থেকেই যথেষ্ট উন্নতি করেছে তার ফুটবল দল। চলতি এএফসি এশিয়ান কাপ খেলার আগে দলের ছেলেদের নিয়ে ইউরোপ সফর করে এসেছেন তিনি। সেখানে রিয়াল মাদ্রিদ, আতলেতিকো মাদ্রিদ, ও গেটআফের মতো একাধিক ফুটবল ক্লাবের সঙ্গে খেলেছে ভারতীয় ফুটবলাররা। তার প্রভাব কতটা পড়ে এই টুর্নামেন্টে এখন সেটাই দেখার।