ভবীন্দ্রকে নয়া মরসুমের জন্য ধরে রাখল রাজস্থান ইউনাইটেড

বিগত কয়েক মাস ধরে পাশাপাশি একাধিকবার উঠে এসেছে রাজস্থান ইউনাইটেডের (Rajasthan United) নাম। গ্ৰীষ্মকালীন ট্রান্সফার উইন্ডো বন্ধ হয়ে গেলেও কমেনি তাঁদের সক্রিয়তা। শেষ কিছু সপ্তাহে…

Bhivinder Thakuria Rajasthan United

বিগত কয়েক মাস ধরে পাশাপাশি একাধিকবার উঠে এসেছে রাজস্থান ইউনাইটেডের (Rajasthan United) নাম। গ্ৰীষ্মকালীন ট্রান্সফার উইন্ডো বন্ধ হয়ে গেলেও কমেনি তাঁদের সক্রিয়তা। শেষ কিছু সপ্তাহে একের পর এক দাপুটে ফুটবলারদের চূড়ান্ত করেছে ম্যানেজমেন্ট। যাদের মধ্যে ছিলেন নাওরেম তন্ডোম্বা সিং থেকে শুরু করে জেমস কিথান সহ একাধিক দাপুটে ফুটবলার। শেষ সিজনে অতি শক্তিশালী দল নিয়ে ও খুব একটা সুবিধা করা সম্ভব হয়নি। সেই ধাক্কা কাটিয়ে এবার সাফল্য পেতে বদ্ধপরিকর রাজস্থান (Rajasthan United) । সেইমতো নিজেদের ঘর সাজাতে শুরু করেছিল আইলিগের এই দল।

Advertisements

সেক্ষেত্রে নতুন ফুটবলারদের পাশাপাশি এবার গতবারের বেশকিছু ফুটবলারদের সঙ্গেও চুক্তি বাড়িয়েছে এই দল। এবার সেই তালিকায় যুক্ত হল ভবীন্দ্র মল্লা ঠাকুরির নাম। উল্লেখ্য, কিছুদিন আগেই আরেক গোলরক্ষক তথা জেমস কিথানের নাম উঠে এসেছিল এই তালিকায়। তাঁর পাশাপাশি এবার স্থান পেলেন রবীন্দ্র। তবে শুধুমাত্র আইলিগ নয় পূর্বে আর্মি রেডের হয়ে ঐতিহ্যবাহী ডুরান্ড কাপে ও অংশ নিয়েছিলেন মেঘালয়ের এই ফুটবলার। শেষ আইলিগে রাজস্থান ইউনাইটেডের (Rajasthan United) হয়ে প্রায় ১২ টির বেশি ম্যাচ খেলেছিলেন এই ফুটবলার। যার মধ্যে মাত্র চারটি ক্লিনশিট ছিল তাঁর।

   

বলাবাহুল্য, এই দলের অন্যান্য গোলরক্ষকদের মধ্যে সর্বাধিক ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন ভবীন্দ্র। এমনকি তাঁর আগের সিজনে ও দলের হয়ে একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচে তিন কাঠির প্রহরী হিসেবে দেখা গিয়েছিল বছর বত্রিশের এই ফুটবলারকে। এবারও তাঁর উপর ভরসা রাখল রাজস্থান ইউনাইটেড (Rajasthan United) ম্যানেজমেন্ট। সেই নিয়ে যথেষ্ট খুশি এই গোলরক্ষক। চুক্তি বাড়ানোর প্রসঙ্গে তিনি বলেন, ” আমি সত্যিই তৃতীয় সিজনের জন্য ক্লাবের সাথে আমার যাত্রা অব্যাহত রাখতে পেরে খুশি। এতদিন ধরে এটি একটি অসাধারণ অভিজ্ঞতা ছিল, এবং আমি আবার এই দলের জার্সি পরতে পেরে গর্বিত।”

আরও বলেন, ” দলের লক্ষ্য রক্ষা করতে এবং সমর্থকদের গর্বিত করতে আমি আমার সেরাটা দিতে থাকব। সকলকে অসংখ্য ধন্যবাদ।”