CFL : ছটফটে সুজয়, ধারালো ক্রিজো, ইউনাইটেডকে তাড়া করছে ভবানীপুর

BHAWANIPORE CLUB VS BSS SC

CFL: ইউনাইটেড স্পোর্টসের পুরো পয়েন্ট হাতছাড়া করার দিন জ্বলে উঠল ভবানীপুর স্পোর্টিং ক্লাব। শনিবার বিএসএস-এর বিরুদ্ধে জয় পেয়েছে তারা। ভবানীপুরের পক্ষে ম্যাচের স্কোরলাইন ২-১।

চলতি কলকাতা ফুটবল লিগে ইউনাইটেড স্পোর্টসের সঙ্গে কাঁটায় কাঁটায় টক্কর চলছে ভবানীপুরের। দুই ক্লাবই প্রথম স্থান দখল করতে মরিয়া। ইউনাইটেডের বিরুদ্ধে হেরে সম্প্রতি শীর্ষ স্থান হাতছাড়া করেছিল ভবানীপুর। শনিবার কমেছে পয়েন্টের ব্যবধান। এক নম্বরে থাকা ইউনাইটেডের সঙ্গে দ্বিতীয় স্থানে থাকা ভবানীপুরের পয়েন্টের পার্থক্য মাত্র এক।

   

এদিনের ম্যাচে শুরু থেকে মাঠে ছিলেন জিতেন মুর্মু। মোটের ওপর পূর্ণ শক্তির দল নামিয়েছিল ভবানীপুর। ম্যাচের প্রথম কোয়ার্টারে গোল তুলে নিতে পারতো তারা। গোল এলো ১৬ মিনিটে। ক্রিজোর শটে পরাস্ত হয়েছিলেন বেহালার ক্লাবটির গোলরক্ষক। ক্রিজোকে জিতেন বল বাড়িয়েছিলেন।

এক গোলে পিছিয়ে পড়ার পর ২৯ মিনিটে বিএসএসকে সমতায় ফিরিয়েছিলেন সিসে। এরপর বিরতির পর ভবানীপুরের জয়সূচক গোল। গোলদাতা সুজয়। এদিন গোটা খেলায় প্রতিপক্ষের রক্ষণভাগকে ব্যস্ত রেখেছিলেন তিনি। ক্রিজোও নিজের নামের পাশে আরও গোল যোগ করতে পারতেন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন