নিজস্ব প্রতিনিধি: তৃণমূল স্তরে ফুটবলের অগ্রগতির জন্য কাজ করে চলেছে একাধিক ক্লাব। এক প্রকার নিঃশব্দে পদক্ষেপ নিয়েছে ভবানীপুর এফসি (Bhawanipore FC)। বিগত কয়েক মাসে ক্লাবের পক্ষ থেকে নেওয়া হয়েছে একাধিক উদ্যোগ। পয়লা বৈশাখ রয়েছে চমক। এই সমস্ত কর্মকাণ্ডের পিছনে রয়েছেন সৃঞ্জয় বসু।
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ভবানীপুর এফসির প্রথম পদক্ষেপ। Slum Soccer-এর সঙ্গে হাত মিলিয়ে আয়োজন করা হয়েছিল ছেলে ও মেয়েদের ওপেন ফুটবল টুর্নামেন্ট। ২২ রাজ্য থেকে যোগ দিয়েছিল ছেলেদের ফুটবল দল। মেয়েদের ফুটবল দল যোগ দিয়েছিল ১৬ টি রাজ্য থেকে। টিকিয়াপাড়ার রেবেকা বেলিলিয়াস আর্টিফিসিয়াল মাঠে বসেছিল প্রতিযোগিতার আসর। ছেলেদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছিল মহারাষ্ট্র, মেয়েদের বিভাগে হরিয়ানা।
ভবানীপুর এফসি প্রো ইন্ডিয়া ফুটবল অ্যাকাডেমি ও নদীয়ার বেলপুকুর গার্লস এফএ-র পক্ষ থেকে AIFF Blue Club শুরু করা হয়েছে। ফেব্রুয়ারি-মার্চে নেওয়া হয়েছিল এই উদ্যোগ। অনূর্ধ্ব ১২ কিশোরীদের ফুটবল পাঠ দেওয়ার জন্য ভবানীপুর ক্লাবের এই ভাবনা। প্রায় ৮০ জন খুদে ফুটবলার অংশ নিয়েছিল এই বিশেষ উদ্যোগে। মেয়েদের ব্লু ক্লাব পরিচালনার ক্ষেত্রে Bhawanipore FC Proindia-এর সিইও অপরূপ চক্রবর্তীর ভূমিকা অনস্বীকার্য। ভূপেন্দ্র নাথ পালের চেষ্টায় এখন অনেকেই মাঠমুখী হয়েছে। আগে যারা মাঠে আসত না, তারাও নিয়মিত মাঠে আসতে শুরু করেছে বলে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে।
এখানেই শেষ নয়। আগামী ১ বৈশাখ রয়েছে বড় চমক। সোশ্যাল মিডিয়ায় করা হয়েছে প্রচার- ময়দানে লা লিগা।