সুপ্রিম কোর্ট মনোনিত প্রশাসকমণ্ডলী দ্বারা সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (AIFF) যে নতুন সংবিধান তৈরি করা হয়েছে,তা কার্যকর করার জন্য সুপ্রিম কোর্টে আবেদন জানালেন ভাস্কর গঙ্গোপাধ্যায়।প্রসঙ্গত, এই প্রশাসক মন্ডলীর অন্যতম সদস্য তিনি।এই সংবিধান কার্যকর করার পাশাপাশি এআইএফএফ-কে নির্বাচন করার জন্য নির্দেশ দিতেও অনুরোধ করেছেন তিনি।
২০২০ সালের জানুয়ারি মাসে নতুন সংবিধানের খসড়া ফেডারেশনের কাছে জমা দিয়েছিলেন ভাস্কর এবং এসওয়াই কুরেশি। এর বছর তিনেক আগে শীর্ষ আদালত প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার তাদের নির্দেশ দেয় জাতীয় ক্রীড়া নীতি অনুযায়ী ফেডারেশনের নতুন সংবিধান তৈরি করতে।কিন্তু এখনও সেই বিষয়ে কোনও রকম অগ্রগতি হয়নি, যার জেরে এআইএফএফ নির্বাচন করা নিয়ে কোনও স্থায়ী সিদ্ধান্তে আসা যায়নি ,ইতিমধ্যে সংশ্লিষ্ট সংস্থার সভাপতির কার্যকালের মেয়াদ শেষ হয়েছে। তাই ফুটবলের উন্নতি’র স্বার্থে এই নির্বাচন খুব দ্রুত মিটিয়ে নেওয়ার জন্য আদালতের কাছে অনুরোধ করে দৃষ্টি আকর্ষণ করতে চিঠি দিয়েছেন দেশের এই প্রাক্তন গোলকিপার।
প্রসঙ্গত, ২০২০ সালের ডিসেম্বর মাসে ফেডারেশন সভাপতি হিসেবে তিনটি পূর্ণ মেয়াদ (১২ বছর) সম্পূর্ণ করেছেন প্রফুল্ল পটেল। জাতীয় ক্রীড়া নীতি অনুযায়ী কোনও ব্যক্তি সর্বোচ্চ ১২ বছর কোনও ক্রীড়া সংস্থার শীর্ষপদে থাকার ক্ষমতা রাখেন।