এশিয়ান গেমসের জন্য স্কোয়াড ঘোষণা করল ভারত, কারা থাকছেন দলে?

আগামী ১৯ তারিখ থেকে শুরু হতে চলেছে এশিয়ান গেমসের (Asian Games,) মতো একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট। যেখানে ফুটবলারদের পাঠানো নিয়ে রীতিমতো দ্বন্দ্ব তৈরি হয়েছিল ফেডারেশন ও ক্লাব গুলির মধ্যে।

BHARAT Football Squad

short-samachar

আগামী ১৯ তারিখ থেকে শুরু হতে চলেছে এশিয়ান গেমসের (Asian Games,) মতো একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট। যেখানে ফুটবলারদের পাঠানো নিয়ে রীতিমতো দ্বন্দ্ব তৈরি হয়েছিল ফেডারেশন ও ক্লাব গুলির মধ্যে। যারফলে, দল বাছতে গিয়ে এবার রীতিমতো কেঁদে ফেলার মতো পরিস্থিতি ছিল ভারতের।

   

নিয়ম অনুযায়ী এক্ষেত্রে অনূর্ধ্ব ২৩ ফুটবলারদের খেলার কথা থাকলেও তেইশ বছরের বেশি মোট তিনজন ফুটবলারদের রাখা সম্ভব। সেক্ষেত্রে ভারতীয় অধিনায়ক সুনীল ছেত্রী সহ গুরপ্রীতসিং সিন্ধু ও সন্দেশ ঝিঙ্গানের নাম উঠে আসতে থাকে প্রবল ভাবে। তবে তাদের অবস্থান ও অংশগ্রহণ নিয়ে ও একটা সময় তৈরি হয় ধোঁয়াশা। তবে এসবের মধ্য দিয়েই আজ কিছুক্ষণ আগে ফেডারেশনের তরফ থেকে ঘোষণা করা হয় গোটা স্কোয়াড।

যেখানে নেতৃত্বে দিতে দেখা যাবে সকলের প্রিয় তারকা সুনীল ছেত্রীকে। পাশাপাশি এই স্কোয়াডে সুযোগ করে নিয়েছেন যথাক্রমে গুরমীত সিং, ধিরাজ সিং, সুমিত রাঠি, নরেন্দর গেহলট, অমরজিৎ সিং কিয়াম, স্যামুয়েল জেমস, রাহুল কেপি, আব্দুল রাভি, আয়ুষ দেব ছেত্রী, মিরান্ডা, আজফার নোরানি, রহিম আলি, ভিন্সি ব্যারেটো, রোহিত দানু, গুরকিয়ত সিং, অনিকেত যাদব।

এবারের এই টুর্নামেন্টে ভারতের প্রথম প্রতিপক্ষ হিসেবে রয়েছে আয়োজক দেশ চিন। এছাড়াও মায়ানমার ও প্রতিবেশী বাংলাদেশের বিরুদ্ধে ও লড়াই করতে হবে তাদের। এক্ষেত্রে মোট ছয়টি গ্রুপ থেকে সেরা দুটি দল ও তৃতীয় স্থানে থাকা মোট চারটি দল সুযোগ পাবে শেষ ১৬ দলের লড়াইয়ে। বর্তমানে ভারতীয় দলের গ্রুপ পর্বের দিকে তাকিয়ে সকলে।