SAFF Championship: মালদ্বীপকে খড়কুটোর মতো উড়িয়ে ফাইনালে ভারত

SAFF Championship Final

গতকাল কিংস কাপে ইরাকের কাছে হেরে চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে গিয়েছে ভারতের সিনিয়র দল। যা নিয়ে প্রবল হতাশ দেশের আপামর ফুটবলপ্রেমী মানুষ। তবে এবার শক্তিশালী মালদ্বীপ দলকে হারিয়ে অনূর্ধ্ব ১৬ সাফ চ্যাম্পিয়নশিপের (U-16 SAFF Championship) ফাইনালে নিজেদের স্থান পাকা করে নিল দেশের তরুণ ফুটবলাররা। নির্ধারিত সময়ের শেষে ৮-০ গোলের ব্যবধানে জয় পায় ভারত। যা নিঃসন্দেহে বিরাট গর্বের।

উল্লেখ্য, আজ ম্যাচের শুরু থেকেই যথেষ্ট আক্রমনাত্মক মেজাজে দেখ গিয়েছিল দলের ফুটবলারদের। তাই একাধিক সুযোগ ও আসে তাদের কাছে। তবে কিছুতেই তা ফিনিশ করা সম্ভব হচ্ছিল না ছেলেদের পক্ষে। না হলে অনেক আগেই হয়ত এগিয়ে যেতে পারত ভারত। তবে প্রথমার্ধের শেষে অন্তত ২টি গোল করে ভারতীয় ফুটবলাররা। তবে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই প্রতিপক্ষের তরফ থেকে আক্রমণের তেজ বাড়ানো হলেও কোনো প্রভাব দেখা দেয়নি। বরং সুযোগ বুঝে একের পর এক গোল করে গিয়েছে আর্বাশরা।

   

দেশের জার্সিতে দুটি করে গোল করেন যথাক্রমে আর্বাশ ও খারথাংমাও। পাশাপাশি একটি করে গোল পান যথাক্রমে মহম্মদ কাইফ, যাংমিনলুন, মালংইয়াং ও বিশাল যাদব। এবার ট্রফি জয়ের লড়াই। এক্ষেত্রে পরবর্তী সেমিফাইনালে প্রতিবেশী দুই দেশ যথা পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে জয়ী দলের সাথে ট্রফি জয়ের লড়াইয়ে নামবে ভারতীয় ব্রিগেড।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন