শীতের শহর কলকাতা (Kolkata) আবার মেতে উঠবে দৌড়ের উত্তেজনায়, আশাবাদী ভাইচুং ভূটিয়া (Bhaichung Bhutia)। ২১ ডিসেম্বর অনুষ্ঠিত হতে চলেছে ‘টাটা স্টিল কলকাতা ২৫কে’ (Tata Steel World 25K)। শহরের অন্যতম ঐতিহ্যমণ্ডিত রোড রেস, এবার দশ বছরে পা দিল। রেড রোড থেকে শুরু হয়ে শহরের বুকে ছড়িয়ে পড়বে এই ম্যারাথনের (Kolkata Marathon) স্পন্দন। আয়োজকদের কথায়, এবারের আসর হবে আরও বৃহৎ পরিসরে, আন্তর্জাতিক মানের আয়োজনের প্রতিশ্রুতি মিলেছে।
Sourav Ganguly : CAB সভাপতি হচ্ছেন ‘দাদা’, সৌরভ ছাড়াও বাকি পদে কারা?
এই উপলক্ষে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) কলকাতার এক নামী পাঁচতারা হোটেলে আয়োজিত হল জমকালো অনুষ্ঠান। সেখানে অন্যতম অতিথি ছিলেন প্রাক্তন ভারত ফুটবল অধিনায়ক (Former Indian Football Team Capatin) ভাইচুং ভূটিয়া। তবে শুধু ম্যারাথন নয়, ভাইচুং মুখ খুললেন ভারতীয় ফুটবলের (Indian Football) বর্তমান হাল ও ভবিষ্যৎ নিয়েও।
খালিদ জামিলের নেতৃত্বে ভারতের সম্ভাবনা
সম্প্রতি কাফা নেশনস কাপে ভারতের তৃতীয় স্থান অর্জন উল্লেখযোগ্য। খালিদ জামিলের (Khalid Jamil) কোচিংয়ে ভারত ওমানের বিরুদ্ধে টাইব্রেকারে জয় পেয়ে ব্রোঞ্জ পদক অর্জন করেছে। ওমান, যারা বিশ্ব র্যাঙ্কিংয়ে ৫৯ নম্বরে, তাদের বিরুদ্ধে জয় নিঃসন্দেহে সাহস জোগায়। ভাইচুং বলেন, “টুর্নামেন্ট হিসেবে এটা ভারতের জন্য ছিল প্রস্তুতির মঞ্চ। খালিদের হাত ধরে ভাল শুরু হয়েছে। তবে বড় টার্গেট হল এশিয়া কাপ এবং বিশ্বকাপের যোগ্যতা অর্জন। আমরা যদি সেখানেই উন্নতি না করতে পারি, তাহলে ছোটখাটো ট্রফি দিয়ে কাজ হবে না।”
তাঁর মতে, দল কখনও দুর্দান্ত পারফর্ম করে, আবার পরের ম্যাচেই হজম করে পাঁচ-ছয় গোল। এই অস্থিরতা ও অসংগতি কাটানোই এখন ভারতের মূল চ্যালেঞ্জ। সেই প্রসঙ্গে তিনি বলেন, “একটা নির্দিষ্ট ছন্দে খেলতে পারলে, ধারাবাহিকতা এলে তবেই বিশ্বমঞ্চে ভারত প্রতিযোগিতা করতে পারবে।”
কাফা কাপে চমক দেখাতে ব্যর্থ এই তিন ফুটবলার!
ভারতীয় ফুটবল প্রশাসনে ফেডারেশনের ভবিষ্যৎ
ভাইচুং ভূটিয়া স্পষ্ট ভাষায় সমালোচনা করেছেন ফেডারেশনের (AIFF) বর্তমান প্রশাসনের। ভারতের ফুটবল সংস্থার তিন বছর ধরে নিয়মিত সংবিধান না থাকা, নির্বাচন না হওয়া, এবং কোচদের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়াকে তিনি দায়ী করেন দেশের র্যাঙ্কিং পতনের জন্য।
বর্তমানে ভারতের ফিফা র্যাঙ্কিং ১৩৩, যা ভাইচুংয়ের মতে, “পারফরম্যান্সের দিক থেকে একটা বিপর্যয়”। ফিফা ও এএএফসি আগামী ৩০ অক্টোবরের মধ্যে ফেডারেশনকে সংবিধান অনুমোদনের সময়সীমা বেঁধে দিয়েছে। না হলে ফিফা নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে ভারতীয় ফুটবলকে। তিনি বলেন, “আমি নিজে গত তিন বছর ধরে সুপ্রিম কোর্টে কেস লড়ছি, যেন ফেডারেশন সংবিধান তৈরি হয়। ফিফা যদি এত সিরিয়াস হতো, তাহলে ৩ বছর আগেই চিঠি পাঠাত। আজ যা ক্ষতি হয়েছে, তা হত না।”
#WATCH | Kolkata, West Bengal: On AIFF facing ban threat as FIFA, AFC set October 30 deadline for ratification of constitution, former Indian footballer Bhaichung Bhutia says, “FIFA already knew that AIFF doesn’t have a constitution for the past 3 years. I have been raising this… pic.twitter.com/ekNsF96UIF
— ANI (@ANI) September 11, 2025
ভাইচুংয়ের আশা, এবার সংবিধান তৈরি হয়ে নতুন নির্বাচন হবে এবং এক নতুন প্রশাসন ফুটবলকে নতুন করে শুরু করবে। তিনি বলেন, “শুধু প্রশাসন নয়, মাঠের পারফরম্যান্সকেও উন্নত করতে হবে। তরুণ খেলোয়াড়, বিশেষ করে অনূর্ধ্ব-২৩ ফুটবলারদের তুলে আনা।” আরও সংযোজন করেন, “বিশ্বকাপে খেলতে হলে শুধু রক্ষণভাগ বা সেট-পিসে ভরসা করলে হবে না। ভালো, আক্রমণাত্মক ফুটবলই আমাদের এগিয়ে নিতে পারবে।”
Bhaichung Bhutia talks on Indian Football to AIFF crisis at Tata Steel World 25K Kolkata Marathon programme