মোহনবাগান ইরানে না গিয়ে ভালই করেছে ব্যখ্যা বাইচুং ভুটিয়ার

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির মধ্যে ইরানে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-এর ম্যাচ খেলতে মোহনবাগানের না যাওয়ার সিদ্ধান্তকে সমর্থন দলের প্রাক্তন ফুটবলার বাইচুং ভুটিয়ার (Bhaichung Bhutia)। বৃহস্পতিবার দিল্লিতে…

baichung 1 মোহনবাগান ইরানে না গিয়ে ভালই করেছে ব্যখ্যা বাইচুং ভুটিয়ার

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির মধ্যে ইরানে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-এর ম্যাচ খেলতে মোহনবাগানের না যাওয়ার সিদ্ধান্তকে সমর্থন দলের প্রাক্তন ফুটবলার বাইচুং ভুটিয়ার (Bhaichung Bhutia)। বৃহস্পতিবার দিল্লিতে বাইচুং ভুটিয়া ফুটবল স্কুলের সঙ্গে ব্রিটেনের সাউদাম্প্টন এফসি-র মৌ স্বাক্ষর অনুষ্ঠানে এই বিষয়ে জানিয়েছেন ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক। এমনকি আরেক প্রাক্তন ক্লাবের ঘুরে দাঁড়ানো নিয়ে আশাবাদী তিনি।

গত বুধবার তথা ২ অক্টোবর এএফসির ম্যাচ খেলতে ইরানে যাওয়ার কথা ছিল মোহনবাগানের। কিন্তু সেখানকার বর্তমান পরিস্থিতি দেখে বাগান শিবিরের ৩৫ জন ফুটবলার ক্লাবকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছিলেন তাঁরা ইরানে যেতে চান না। সেই চিঠি মোহনবাগান কর্তৃপক্ষ পাঠিয়ে দিয়েছিল এএফসির কাছে। সঙ্গে আবেদন করেছিল ম্যাচটি অন্য কোথাও আয়োজনের অথবা দিন পরিবর্তনের জন্য। বরং এএফসি-র তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-তে ট্র্যাক্টর এসসির বিরুদ্ধে খেলতে ইচ্ছাকৃত ভাবে ইরান যায়নি মোহনবাগান সুপার জায়ান্ট।।এহেন পরিস্থিতিতে বাইচুং (Bhaichung Bhutia) জানিয়েছেন, “মোহনবাগান ইরানে না গিয়ে ভালই করেছে। ফুটবলারদের প্রাণের গুরুত্ব সবচেয়ে বেশি।”

   

Read More মোহনবাগানের পর এএফসিকে চিঠি দেওয়ার ভাবনা আরও এক ক্লাবের

পাশাপাশি আইএসএলে টানা তিন ম্যাচে হার, হটাৎই হেড কোচ কার্লেস কুয়াদ্রাতের পদত্যাগ সহ একাধিক সম্যস্যায় জর্জারিত ইস্টবেঙ্গল। এই নিয়ে পাহাড়ি বিছে বাইচুং (Bhaichung Bhutia) মনে করেন ইস্টবেঙ্গল ঘুরে দাঁড়াবে। তাঁর মতে, “আইএসএলের কিছু ম্যাচ দেখছি। ইস্টবেঙ্গল এখনও জিততে না পারায় খারাপ লাগছে। আশা করছি ঠিক ঘুরে দাঁড়াবে।”

Read More শনিবার ফুটবলের মহারণ, নজর যুবভারতী থেকে ইতিহাদ স্টেডিয়াম

ফুটবলের পাশাপাশি আর জি কর কাণ্ড নিয়েও মুখ খোলেন বাইচুং ভুটিয়া (Bhaichung Bhutia)। গোটা ঘটনাকে অত্যন্ত দুর্ভাগ্যজনক আখ্যা দিয়ে তিনি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভারতীয় ফুটবলের কিংবদন্তী বাইচুং ভুটিয়া।