Bhaichung Bhutia : ভাইচুং ভুটিয়ার চাঞ্চল্যকর ইনস্ট্রাগ্রাম পোস্ট

‘পাহাড়ি বিছে’ প্রাক্তন ভারত অধিনায়ক ভাইচুং ভুটিয়ার চাঞ্চল্যকর ইনস্ট্রাগ্রাম পোস্ট ইতিমধ্যেই ভাইরাল। ভাইরাল সংক্ষিপ্ত ভিডিও পোস্টে ভাইচুং’ ভুটিয়াকে রবিবার সকালে নিজেকে শারিরীকভাবে ফিট রাখার জন্য…

Bhaichung Bhutia : ভাইচুং ভুটিয়ার চাঞ্চল্যকর ইনস্ট্রাগ্রাম পোস্ট

‘পাহাড়ি বিছে’ প্রাক্তন ভারত অধিনায়ক ভাইচুং ভুটিয়ার চাঞ্চল্যকর ইনস্ট্রাগ্রাম পোস্ট ইতিমধ্যেই ভাইরাল। ভাইরাল সংক্ষিপ্ত ভিডিও পোস্টে ভাইচুং’ ভুটিয়াকে রবিবার সকালে নিজেকে শারিরীকভাবে ফিট রাখার জন্য স্প্রিন্টার রানিং স্কিলে মশগুল হতে দেখা গিয়েছে। ক্যাপসনে লিখেছেন,”একটি ঠান্ডা রবিবার, আপনি শুধুমাত্র দৌড়াতে পারেন।”

ওই ভিডিও পোস্টে ভারতীয় ফুটবলের পাহাড়ি বিছে সিকিমে নিজের গ্রামের বাড়িতে টিঙ্কিটামে প্রিয় পোষ্যকে সঙ্গে নিয়েই ফিটনেস লেভেলে ভারসাম্য রাখার জন্য ঘাম ঝড়িয়ে চলেছে।

Advertisements

বর্তমানে ভাইচুং ভুটিয়া ফুটবল আকাদেমির ফুটবল কোচিং প্রোগাম সারা দেশ জুড়ে বিভিন্ন জায়গাতে ছড়িয়ে রয়েছে। মূল উদ্দেশ্য তৃণমূল স্তর থেকে ভারতীয় ফুটবলের সাপ্লাই লাইন গড়ে তোলা, প্রতিযোগিতা মূলক টুর্নামেন্টের মধ্যে দিয়ে।১৭ বছর বয়স পর্যন্ত শিশুরা সারা ভারতে BBFS’র যে কোনো প্রশিক্ষণ কেন্দ্রে ফুটবল প্রশিক্ষণ নিতে পারে।