রাজস্থান ইউনাইটেড থেকে পেদ্রো মানজি’কে (Pedro Manzi) দলে নিচ্ছে বেঙ্গালুরু ইউনাইটেড, এমনটাই জানা যাচ্ছে সূত্রের মারফত। সংশ্লিষ্ট ক্লাবের সাথে স্বল্প মেয়াদি চুক্তি সেরেছেন তিনি এমনটাই জানা গেছে । খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করা হবে ।
এস্পানিওলের যুব দলের হয়ে খেলা শুরু করেন এই ফুটবলার । এরপর একাধিক স্প্যানিশ ক্লাবের হয়ে খেলেছিলেন , ২০১৮ সালে ভারতে খেলতে আসেন চেন্নাই সিটি এফসি’র হয়ে । ২৩ ম্যাচে ২৬ গোল করেছিলেন । ওই আইলিগের মরশুমে সোনার বুট জেতেন ।
২০২০ সালে জে ২ লিগে খেলতে যান । আলব্রেক্স নিগাতা নামের সেই ক্লাবে আটটি ম্যাচ খেললেও করতে পারেননি একটি গোল’ও । সেই বছর’ই ফিরে আসেন ভারতে , যোগদান করেন মহামেডান স্পোর্টিংয়ে । সাদা কালো ব্রিগেডের হয়ে আটটি ম্যাচে খেলার সুযোগ পেয়েছিলেন, তাতে গোল করেছিল ৬ টি ।
২০২১ সালে ভারত ছেড়ে নেপালে খেলতে যান পেদ্রো । বিরাট নগর সিটি এফসি’র হয়ে ৬ টি ম্যাচ খেলে ৪ টি গোল করেছিলেন । গত মরশুম ছিলেন রাজস্থান ইউনাইটেডে , সেখানে ১২ ম্যাচ খেলে করেছিলেন ৩ গোল ।