বুধবার আইএসএলের এক অবিশ্বাস্য ম্যাচের সাক্ষী থাকল ফুটবল দর্শকরা। আইএসএলের অপরাজিত দল মুম্বাই সিটি এফসি কে ২-১ গোলে হারিয়ে দিল বেঙ্গালুরু এফসি (Bengaluru FC) দল। এর পাশাপাশি চলতি আইএসএলে পরপর সাত ম্যাচে জয় পেয়ে একটা দুর্দান্ত কামব্যাক করলো বেঙ্গালুরু এফসি দল।নিঃসন্দেহে অসাধারণ একটা পারফরম্যান্স।
এই জয়ের সুবাদে পয়েন্ট টেবিলে চার নম্বরে পৌঁছে গেলো বেঙ্গালুরু এফসি। এবং চার নম্বর পজিশন থেকে পাঁচ নম্বর পজিশনে নেমে গেলো এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) দল। বেঙ্গালুরু এফসি দলের এই জয়ের ফলে বিরাট ধাক্কা খেলো এটিকে মোহনবাগান দল। এইমূহুর্তে বেঙ্গালুরুর যার পারফরম্যান্সে তার ফলে পরবর্তী ম্যাচে এফসি গোয়ার বিরুদ্ধে জয়লাভ পেতেই পারে তারা।
যদি জেতে তো বেঙ্গালুরু প্লে অফে সহজেই কোয়ালিফাই করবে। অন্যদিকে এটিকে মোহনবাগানের পরের দুই ম্যাচ কেরালা ব্লাস্টার্স এবং ইস্টবেঙ্গলের বিরুদ্ধে। সেই দুই ম্যাচে হারলে এটিকে মোহনবাগানের প্লে অফে যাওয়ার আশা শেষ।