টিম হোটেলে জমিয়ে জন্মদিন সেলিব্রেশন হল বেঙ্গালুরুর তারকা রয় কৃষ্ণার

গত ৩০ আগষ্ট ৩৫ এ পা দিলেন বেঙ্গালুরু এফসি’র ফিজিয়ান তারকা রয় কৃষ্ণা (Roy Krishna)। সেই জন্মদিন ঘটা করে পালিত হলো ক্লাব হোটেলের অন্দরমহলে ।…

Roy Krishna birthday celebration

গত ৩০ আগষ্ট ৩৫ এ পা দিলেন বেঙ্গালুরু এফসি’র ফিজিয়ান তারকা রয় কৃষ্ণা (Roy Krishna)। সেই জন্মদিন ঘটা করে পালিত হলো ক্লাব হোটেলের অন্দরমহলে । গোটা সেলিব্রেশন নিজের ক‍্যামেরায় ভিডিও বন্দী করলেন প্রবীর দাস । পরবর্তী সময়ে সেই ভিডিও নিজের ইউটিউব চ‍্যানেলে আপলোড করেন প্রবীর ।

কৃষ্ণা ক্লাব ছাড়াই হতাশ হয়েছিলো আপামর সবুজ মেরুন সমর্থক’রা। এরপর একাধিক আইএসএলের ক্লাব -Kerala Blasters, Bengaluru FC, NorthEast United – এর সাথে তার নাম জড়িয়েছিলো।শেষ অবধি বেঙ্গালুরু এফসি’তে যোগদান করেন এই ফুটবলার।

২০১৯ সালে ওয়েলিংটন ফিনিক্স থেকে এটিকে’তে আসেন কৃষ্ণা, সমর্থক’দের নয়নমনি হতে বেশি সময় লাগেনি তার।তৃতীয় বার আইএসএল জেতে এটিকে। মার্জারের পর’ও এটিকে মোহনবাগানের আক্রমণ ভাগের অন‍্যতম অস্ত্র হয়ে ওঠেন তিনি।যদিও গতমরশুমে পরিচিত মেজাজ পাওয়া যায়নি তাকে,‌ আইএসএলে ৬০ টি ম‍্যাচ খেলে এখনও অবধি করেছেন ৩৬ টা গোল, গোল করিয়েছেন ১৮ টি।

Advertisements

গত দুই আইএসএলের প্রথম চারে শেষ করতে পারেনি বেঙ্গালুরু, এবার কৃষ্ণা এসে সুনীলের সাথে জুঁটি বেঁধে দারুণ ফুটবল উপহার দিয়েছেন আপাতত।ডুরান্ডে দারুণ খেলছে বেঙ্গালুরু।গোল’ও করেছেন সুনীল – রয় কৃষ্ণা জুঁটি, পরবর্তী সময়ে এই আক্রমণ ফলা কিভাবে নিশ্চয়তা দেয় বেঙ্গালুরু এফসি’কে।