উইন্টার ট্রান্সফার উইন্ডোকে (Transfer Window) কেন্দ্র করে বর্তমানে সরগরম ভারতীয় ক্লাব ফুটবল। যেটিকে কাজে লাগিয়ে নিজেদের ভুল ত্রুটি শুধরে নিতে মরিয়া একাধিক ফুটবল ক্লাব। আইএসএল হোক কিংবা আইলিগ। প্রতিটি ক্ষেত্রেই যথেষ্ট সক্রিয়তা দেখা যায় ক্লাব গুলির। শুধুমাত্র বিদেশি ফুটবলার নয়, দল বদল করেছেন একাধিক ভারতীয় তারকা। যা নিঃসন্দেহে চমকে দিয়েছে সকলকে। এক্ষেত্রে খুব একটা পিছিয়ে নেই স্পোর্টিং ক্লাব বেঙ্গালুরু। বিগত কয়েকদিন ধরেই দল বদলের বাজারে একাধিক ফুটবলারদের দলে নেওয়ার ক্ষেত্রে উঠে আসতে শুরু করেছিল এই দলের নাম।
চলতি আইলিগের শুরুটা খুব একটা ভালো ছিল না এই ফুটবল দলের। টানা তিনটি ম্যাচ হেরে মরসুম শুরু করতে হলেও পরবর্তীতে ডেম্পো স্পোর্টস ক্লাবকে হারিয়ে ছন্দে ফিরেছিল বেঙ্গালুরুর এই ফুটবল ক্লাব। কিন্তু সেটা বজায় থাকেনি বেশিদিন। যারফলে বর্তমানে ১০ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে এই ফুটবল ক্লাব। এই পরিস্থিতিতে শীতকালীন ট্রান্সফার উইন্ডোকে কাজে লাগিয়ে সাফল্য পেতে মরিয়া বেঙ্গালুরু। সেইমতো গত কয়েকদিনে একাধিক ফুটবলারদের দলে টেনেছে আইলিগের এই ফুটবল দল। তবে সেখানেই শেষ নয়।
এবার গোলের খরা কাটাতে এক স্প্যানিশ ফুটবলারকে দলে টানতে চলেছে ম্যানেজমেন্ট। তিনি অ্যালেক্স সাঞ্চেজ। গত সিজনে স্পেনের ক্লাব এসডি এজা থেকে গোকুলাম কেরালা এফসিতে যোগদান করেছিলেন বছর পঁয়ত্রিশের এই সেন্টার ফরোয়ার্ড। পরবর্তীতে সেখান থেকে যোগ দিয়েছিলেন কেরালার আরেক ফুটবল ক্লাব মাল্লাপুরম এফসিতে। বিশেষ সূত্র মারফত খবর, এবার সেখান থেকেই যোগ দিতে চলেছেন স্পোর্টিং ক্লাব বেঙ্গালুরুতে। সেইমতো কথাবার্তা ও নাকি এগিয়ে গিয়েছে অনেকটা দূর।
সব ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই বেঙ্গালুরু দলের জার্সিতে খেলতে দেখা যেতে পারে এই স্প্যানিশ ফুটবলারকে। পূর্বে গোকুলাম কেরালা এফসিতে খেলার সময় মোট ১২টি ম্যাচ খেলে ১৩টি গোল করেছিলেন এই তারকা। কিন্তু এবার বেঙ্গালুরু দলের হয়ে আদৌও কতটা সাফল্য পান এখন সেদিকেই নজর থাকবে সকলের।