চলতি ফুটবল মরসুমের শুরুতে টম অলড্রেডকে ( Tom Aldred) দলে সই করিয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট। শুরুতে খুব একটা সক্রিয়তা না দেখা গেলেও সময়ের সাথে সাথেই দুরন্ত ছন্দে ধরা দেন এই বিদেশি ডিফেন্ডার। ভারতে আসার পূর্বে অস্ট্রেলিয়ার প্রথম ডিভিশনের ফুটবল লিগ তথা এ লিগের ফুটবল ক্লাব ব্রিসবেন রোভার্সের সঙ্গে যুক্ত ছিলেন এই দাপুটে ফুটবলার। সেবার সেই ফুটবল দলের হয়ে অভূতপূর্ব পারফরম্যান্স ছিল এই ডিফেন্ডারের। সবদিক মাথায় রেখেই তাঁকে দলে টেনেছিল কলকাতা ময়দানের এই প্রধান। শুরুটা খুব একটা ভালো না হলেও সময়ের সাথে সাথেই সবুজ-মেরুন সমর্থকদের নয়নের মনি হয়ে উঠতে শুরু করেন এই তারকা।
Also Read | ওডিশার নজরে এই ব্রাজিলিয়ান উইঙ্গার, জানুন
তাঁর পাশাপাশি আলবার্তো রদ্রিগেজের মতো ফুটবলারের উপস্থিতি নিঃসন্দেহে অনেকটাই শক্তিশালী করে তুলেছিল দলের রক্ষণভাগকে। বলাবাহুল্য, দলের রক্ষণভাগ সামাল দেওয়ার পাশাপাশি প্রতি আক্রমণের ক্ষেত্রে ও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই বিদেশি ফুটবলারের। স্বাভাবিকভাবেই তাঁকে পাওয়ার জন্য আগ্ৰহ প্রকাশ করতে শুরু করে একাধিক ফুটবল ক্লাব। সেইমতো গত সপ্তাহ থেকেই নতুন সিজনের জন্য ঘর গোছানোর কাজ শুরু করে দিয়েছিল একাধিক ফুটবল ক্লাব। হিসাব অনুযায়ী দেখলে আগামী মে মাস পর্যন্ত মোহনবাগানের সঙ্গে চুক্তি থাকলেও তাঁকে দলে নিতে যথেষ্ট আগ্ৰহী জেরার্ড জারাগোজার বেঙ্গালুরু এফসি।
Also Read | সুপার কাপ নিয়ে আশাবাদী নোয়া সাদাউ, কী বললেন?
সেইমতো প্রাথমিক কথাবার্তা ও শুরু করা হয়ে গেছে তাঁদের তরফে। তবে এই সিজনের অভূতপূর্ব পারফরম্যান্সের পর মোহনবাগানের তরফে আদৌও তাঁকে ছাড়া হয় কিনা এখন সেটাও দেখার বিষয়। শুধুমাত্র বেঙ্গালুরু নয়। আগামী ফুটবল মরসুমে তাঁকে দলে টানতে যথেষ্ট আগ্ৰহী ইন্ডিয়ান সুপার লিগের একাধিক ফুটবল ক্লাব। বিগত কয়েক সপ্তাহ ধরে সেই কথাই উঠে আসতে শুরু করে দিয়েছিল ব্যাপকভাবে। তবে বাকিদের পিছনে ফেলে অনেকটাই এগিয়ে এই ফুটবল ক্লাব।
নতুন মরসুমে আদৌও ক্লাব বদল করতে চান কিনা এই তারকা এখন সেটাও দেখার বিষয়। সেক্ষেত্রে তাঁর উপস্থিতি নিঃসন্দেহে অনেকটাই শক্তিশালী করে তুলতে পারে দলের রক্ষণভাগকে।