Durand Cup: বঙ্গ সন্তানের বাড়ানো বল থেকে পয়েন্ট পেল বেঙ্গালুরু এফসি

বেঙ্গালুরু এফসির (Bengaluru FC) জার্সিতে নজর কাড়লেন এক বঙ্গ সন্তান। সোমবার সন্তোষপুরের কিশোরভারতীয স্টেডিয়ামে দলকে পয়েন্ট পেতে সাহায্য করলেন মনিরুল মোল্লা (Monirul Molla)। নি

Monirul Molla

বেঙ্গালুরু এফসির (Bengaluru FC) জার্সিতে নজর কাড়লেন এক বঙ্গ সন্তান। সোমবার সন্তোষপুরের কিশোরভারতীয স্টেডিয়ামে দলকে পয়েন্ট পেতে সাহায্য করলেন মনিরুল মোল্লা (Monirul Molla)। নিজে গোল না করলেও সতীর্থকে দিয়ে করালেন গোল। Durand কাপে মূল্যবান পয়েন্ট পেল বেঙ্গালুরু এফসি।

ইন্ডিয়ান এয়ার ফোর্সের ফুটবল দলের বিরুদ্ধে Durand Cup-এর ম্যাচে মাঠে নেমেছিল বেঙ্গালুরু এফসি। মূলত উঠতি ফুটবলারদের সামনে রেখে প্রথম একাদশ সাজিয়েছিল বেঙ্গালুরু। ম্যাচ শুরু হওয়ার দ্বিতীয় কোয়ার্টারে এগিয়ে গিয়েছিল এয়ার ফোর্সের ফুটবল দল। ২০ মিনিটে গোল করে বেঙ্গালুরু এফসিকে পিছনে ফেলে দিয়েছিলেন বিবেক।

   

বিরতির আগে বেঙ্গালুরু একাধিক গোল করার সুযোগ পেয়েছিল। কিন্তু সেগুলো তারা কাজে লাগাতে পারেনি। বিরতির পর একাধিক পরিবর্তন নেন কোচ বিনিয়ানো ফার্নান্দেজ। এদিনের ম্যাচে চারজন ফুটবলার প্রথমবার পড়েছিলেন বেঙ্গালুরু এফসির জার্সি। বেঙ্গালুরুর হয়ে যিনি গোল করলেন, সেই সালামও বেঙ্গালুরুর জার্সিতে অভিষেক করেছেন এদিন।

Advertisements

ম্যাচের ৫৮ মিনিটে গোল করেন সালাম। প্রতিপক্ষের রক্ষণভাগে বল পেয়ে গিয়েছিলেন বাংলার মনিরুল মোল্লা। তিনি বল বাড়িয়ে দিয়েছিলেন সালামকে। সালাম কোনো ভুল করেননি। মনিরুল কলকাতার একাধিক ক্লাবে এর আগে খেলেছেন। কলকাতা ফুটবল অ্যাকাডেমি, সার্দান সমিতির সঙ্গে যুক্ত ছিলেন এর আগে। মূলত আক্রমণ ভাগের ফুটবলার। বয়স খুবই কম, ২০০৫ সালে জন্ম। প্রতিভা চিনতে ভুল করেনি বেঙ্গালুরু।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News