চেন্নাইয়িনকে পরাজিত করে প্লে-অফে বেঙ্গালুরু, সুবিধা পেল ইস্টবেঙ্গল?

অবশেষে স্বস্তি বেঙ্গালুরু এফসির (Bengaluru FC)। শেষ কয়েকটি ম্যাচ বাকি থাকতেই এবার ইন্ডিয়ান সুপার লিগের নক আউট পর্বে চলে গেল এই ফুটবল ক্লাব। নির্ধারিত সূচি…

Bengaluru FC Secures Playoff

অবশেষে স্বস্তি বেঙ্গালুরু এফসির (Bengaluru FC)। শেষ কয়েকটি ম্যাচ বাকি থাকতেই এবার ইন্ডিয়ান সুপার লিগের নক আউট পর্বে চলে গেল এই ফুটবল ক্লাব। নির্ধারিত সূচি অনুযায়ী মঙ্গলবার সন্ধ্যায় কান্তিরাভা স্টেডিয়ামে পরবর্তী হোম ম্যাচ খেলতে নেমেছিল সুনীল ছেত্রীদের দল। যেখানে তাঁদের লড়াই করতে হয়েছিল ওয়েন কোয়েলের শক্তিশালী চেন্নাইয়িন এফসির সঙ্গে। পূর্ণ সময়ের শেষে ১-০ গোলের ব্যবধানে এই ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে আইএসএল জয়ী এই ফুটবল ক্লাব। এদিন বেঙ্গালুরু এফসির হয়ে একটিমাত্র গোল করেন রাহুল ভেকে। যারফলে চতুর্থ দল হিসেবে সুপার সিক্স নিশ্চিত করল দল।

   

সেই নিয়েই যথেষ্ট খুশি সমর্থকরা। বলাবাহুল্য, ইমামি ইস্টবেঙ্গলকে পরাজিত করে এবারের এই টুর্নামেন্ট শুরু করেছিল বেঙ্গালুরু ফুটবল দল। পরবর্তীতে বেশ কয়েকটি ম্যাচে সেই ধারা বজায় থাকলেও তা খুব বেশিদিন স্থায়ী হয়নি। ধাক্কা খেতে হয়েছিল বেশ কিছু ম্যাচ। নতুন বছরের প্রথমেই ধাক্কা খেতে হয়েছিল জামশেদপুর এফসির কাছে। তারপর টানা পাঁচটি ম্যাচে জয়ের মুখ দেখেনি জেরার্ড জারাগোজার ছেলেরা। সেখান থেকেই ঘুরে দাঁড়ানোর লড়াই ছিল আজ। অবশেষে সেটাই হল এবার। কান্তিরাভার বুকে সহজ জয় পেল এডগার মেন্ডেজরা।

Also Read | নিশু কুমারকে নিয়ে বিশেষ পরিকল্পনা লাল-হলুদের 

ম্যাচের তৃতীয় কোয়ার্টারের মাঝামাঝি সময় আলবার্তো নগুয়েরার ভাসানো বল পা ছুঁইয়ে প্রতিপক্ষের গোলে ঠেলে দেন জাতীয় দলের ডিফেন্ডার রাহুল ভেকে। পরবর্তীতে গোল শোধ করতে মরিয়া হয়ে উঠেছিল চেন্নাইয়িন এফসি। কিন্তু কাজের কাজ তেমন কিছুই হয়নি। বরং অনবদ্য ডিফেন্সের মধ্য দিয়ে জয় সুনিশ্চিত করে জারাগোজার ছেলেরা। হাতে আর ও দুইটি ম্যাচ থাকলে ও তাঁর আগেই চ্যাম্পিয়নশিপের দৌড়ে নিজেদের স্থান করে নিল আইএসএলের এই দল।

তাছাড়া এই জয়ের সুবাদে বাড়তি অ্যাডভান্টেজ পেল ইমামি ইস্ট বেঙ্গল ফুটবল ক্লাব। গতকাল পর্যন্ত নবম স্থানে ছিল কলকাতা ময়দানের এই প্রধান। তাঁদের উপরে ছিল চেন্নাইয়িন এফসি। কিন্তু এবার পয়েন্ট নষ্ট করার দুই ধাপ নিচে নেমে যেতে হল দক্ষিণের এই ফুটবল ক্লাবকে। অন্যদিকে অষ্টম স্থানে উঠে আসলো ইস্টবেঙ্গল। যারফলে আগামীকাল হায়দরাবাদ এফসির বিপক্ষে জয় আসলে অষ্টম স্থানে নিজেদের ধরে রাখতে পারবে মশাল ব্রিগেড।