ট্রান্সফার উইন্ডোর (Transfer Window) শেষ লগ্নে পাওয়া গিয়েছে একের পর এক দল বদলের খবর । দেশের প্রতিটা দল ভালো স্কোয়াড গড়ার চেষ্টা করেছে সাধ্য মতো। নিজেদের রক্ষণভাগকে মজবুত করতে লোনে এক প্রতিভাধর ফুটবলারকে নিজেদের স্কোয়াডে যুক্ত করল স্পোর্টিং ক্লাব বেঙ্গালুরু।
খাতায় কলমে গৌতম ভিরওয়ানি আই লীগের ক্লাব রাজস্থান ইউনাইটেডের ফুটবলার। রক্ষণভাগের ফুটবলার, খেলেন মূলত সেন্টার ব্যাক পজিশনে। বয়স ভিত্তিক দল থেকে যাত্রা শুরু করে ইতিমধ্যে একাধিক নামকরা ক্লাবের সঙ্গে যুক্ত থেকেছেন বাইশ বছর বয়সী গৌতম। নিজেকে প্রতিষ্ঠা করতে দরকার আরও বেশি ম্যাচ টাইম। রাজস্থান ইউনাইটেড আই লীগে ভালো ফল করার জন্য লড়াই করবে। স্কোয়াডে রয়েছেন একাধিক অভিজ্ঞ ফুটবলার। তাদের ভিড়ে হয়তো মাঠে নামার খুব বেশি সুযোগ পেতেন না গৌতম ভিরওয়ানি। স্পোর্টিং ক্লাব বেঙ্গালুরুতে তিনি প্রয়োজনীয় ম্যাচ টাইম পাবেন বলে আশা করা যায়।
রাজস্থান ইউনাইটেডের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে জানানো হয়েছে এই গৌতম ভিরওয়ানিকে লোনে অন্য ক্লাবে পাঠানোর খবর। ২০২৩-২৪ মরসুমের জন্য তাকে লোনে বেঙ্গালুরুর ক্লাবে পাঠানো হয়েছে।
🚨 Loan Update 🚨
Our 22 year old centre back, Gautam Virwani will spend the 2023-24 season on loan at Sporting Club Bengaluru.
Good luck, Gautam! 🩷 pic.twitter.com/Uo50PhA1fx
— Rajasthan United FC (@RajasthanUnited) August 30, 2023
অতীতে মুম্বই সিটি এফসির রিজার্ভ দলের সঙ্গে যুক্ত ছিলেন গৌতম। এছাড়াও যুক্ত ছিলেন ইন্ডিয়ান হিরোস, লোনস্টার কাশ্মীর, সেভেন স্ট্রাইক, ইন্ডিয়ান এফএ, ওজন এফসির অনূর্ধ্ব ১৮ দল, PIFA স্পোর্টস অনূর্ধ্ব ১৮ দলের সঙ্গে।