Bengaluru FC: সিনিয়র দলের বেতন চালু করল বেঙ্গালুরু, কবে থেকে শুরু অনুশীলন?

সায়ন সেনগুপ্ত, কলকাতা: শেষ সিজনে যথেষ্ট ছন্দময় ফুটবল খেলেছিল বেঙ্গালুরু এফসি (Bengaluru FC)। মরসুমের শুরুতে ঐতিহ্যবাহী ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হওয়ার সুবর্ণ সুযোগ থাকলেও সেটা বাস্তবায়িত…

Bengaluru FC: India's Trophy King from I-League to Durand Cup"

সায়ন সেনগুপ্ত, কলকাতা: শেষ সিজনে যথেষ্ট ছন্দময় ফুটবল খেলেছিল বেঙ্গালুরু এফসি (Bengaluru FC)। মরসুমের শুরুতে ঐতিহ্যবাহী ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হওয়ার সুবর্ণ সুযোগ থাকলেও সেটা বাস্তবায়িত হয়নি। মোহনবাগানের কাছে আটকে গিয়ে ছিটকে যেতে হয়েছিল টুর্নামেন্ট থেকে। সেই ধাক্কা কাটিয়ে প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএলে ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর ছিল কর্নাটকের এই ফুটবল ক্লাব। সেইমতো টুর্নামেন্টের প্রথম ম্যাচে তাঁরা পরাজিত করেছিল কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা ইস্টবেঙ্গল ফুটবল দলকে। তারপর সময় যত এগিয়েছে ততই ভয়ঙ্কর হয়ে উঠতে শুরু করেছিল একবারের আইএসএল জয়ীরা।

Also Read | Sreenidi Deccan FC: হাম্মাদকে নিয়ে আশার আলো দেখছেন ফ্যাবিও

   

যারফলে খুব সহজেই দল স্থান করে নিয়েছিল সুপার সিক্সে‌। পরবর্তীতে চ্যাম্পিয়নশিপ রাউন্ডে ও ছিল জেরার্ড জারাগোজার ছেলেদের দাপট। মানোলো মার্কুয়েজের শক্তিশালী এফসি গোয়ার বিপক্ষে অতি সহজেই এসেছিল জয়। দ্বিতীয় লেগে গোয়া দলের দাপট থাকলেও শেষ পর্যন্ত সুনীল ছেত্রীর গোল নিশ্চিত করে দিয়েছিল ফাইনালের টিকিট। এক্ষেত্রে নতুন করে ট্রফি জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছিল জিন্দালের দল। কিন্তু সেই ম্যাজিক কাজ করেনি ফাইনালে। ট্রফি জয়ের এই ম্যাচে কলকাতা ময়দানের অন্যতম প্রধান মোহনবাগান সুপার জায়ান্টের বিপক্ষে একটা সময় এই ম্যাচে এগিয়ে থেকে‌ হারতে হয়েছিল কর্নাটকের দলকে।

Also Read | Chennaiyin FC coach: চেন্নাইয়িন কোচের হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে মিরান্ডা

Advertisements

তারপর ধাক্কা লাগে সুপার কাপে। এই হতাশা কাটিয়ে এবারের এই নতুন সিজনে সাফল্য পাওয়ার পরিকল্পনা বেঙ্গালুরু এফসির। কিন্তু গত কয়েক মাস ধরেই ইন্ডিয়ান সুপার লিগ আয়োজন ঘিরে দেখা দিয়েছিল জটিলতা। আয়োজক সংস্থা তথা এফএসডিএলের সঙ্গে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের এমআরএ নবীকরণ নিয়ে যথেষ্ট জটিল হয়ে উঠেছিল গোটা পরিস্থিতি। যারফলে দল গঠনের কাজে কিছুটা ধীরে চলো নীতি গ্ৰহণ করেছিল বেঙ্গালুরু। পাশাপাশি ফোর্স ম্যাজিউয়ের মধ্যে দিয়ে দলের সকল ফুটবলার সহ কোচ ও সাপোর্টিং স্টাফেদের সঙ্গে চুক্তি স্থগিতের কথা জানিয়েছিল দল।

আগস্টের প্রথম সপ্তাহে বেতন বন্ধের কথা জানালেও এবার অনেকটাই বদলেছে পরিস্থিতি। সেক্ষেত্রে এবার ফের আগের মতো সিনিয়র দলের খেলোয়াড়দের বেতন দেওয়ার কথা জানিয়ে দিল কর্তৃপক্ষ। শনিবার সন্ধ্যায় নিজেদের সোশ্যাল সাইটে বিশেষ বিজ্ঞপ্তি জারির মধ্যে দিয়ে জানানো হয়, ” বেঙ্গালুরু ফুটবল ক্লাব আনন্দের সাথে নিশ্চিত করছে যে প্রথম দলের খেলোয়াড় এবং কর্মীদের বেতন পুনর্বহাল করা হয়েছে। সমস্ত বকেয়া বেতন সম্পূর্ণরূপে সম্পন্ন করা হয়েছে। আসন্ন ২০২৫-২৬ সিজনের জন্য প্রস্তুতির সময় নিয়ে ক্লাবটি আশাবাদী। প্রথম দলের জন্য প্রাক-মৌসুম প্রশিক্ষণ ১৬ সেপ্টেম্বর আমাদের নতুন অত্যাধুনিক সুযোগ-সুবিধাগুলিতে পুনরায় শুরু হতে চলেছে।”