মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan) কাছে আজ মরণ-বাঁচন ম্যাচ। লিগ শিল্ড জিততে হলে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে জিততেই হবে বাগানকে। কান্তিরাভা স্টেডিয়ামে শেষ ছয় ম্যাচে অপরাজিত রয়েছে বেঙ্গালুরু এফসি (Bengaluru FC)। তাদের বিরুদ্ধে জয় হাসিল করা সহজ হবে না সবুজ মেরুন ব্রিগেডের কাছে।
মোহনবাগান সুপার জায়ান্ট লিগ শিল্ড জিততে পারবে কি না তার অনেকটা নির্ভর করবে আজকের ম্যাচের ফলাফলের ওপর। বেঙ্গালুরউ এফসি ম্যাচের পর সুপার জায়ান্টের হাতে থাকবে আর একটি ম্যাচ। চলতি ইন্ডিয়ান সুপার লিগের প্রাথমিক পর্বের খেলায় দিমি পেত্রাতসরা অন্তিম ম্যাচে মুখোমুখি হবে মুম্বই সিটি এফসির বিরুদ্ধে। তার আগে হারাতে হবে সুনীল ছেত্রীদের।
বর্তমান পয়েন্ট ক্রম তালিকায় পয়লা নম্বরে রয়েছে মুম্বই সিটি এফসি। ২১ ম্যাচে তাদের প্রাপ্ত পয়েন্ট ৪৭। এক ম্যাচ কম খেলে মোহনবাগান সুপার জায়ান্টের প্রাপ্ত পয়েন্ট ৪২। তৃতীয় স্থানে থাকা এফসি গোয়া ২১ ম্যাচ পেয়েছে ৪২ পয়েন্ট। লিগ শিল্ড জয়ের দৌড় থেকে ছিটকে গিয়েছে ওড়িশা এফসি।
অংকের হিসেবে মোহনবাগান সুপার জায়ান্ট বেঙ্গালুরু এফসিকে হারাতে পারলে ২১ ম্যাচে হবে ৪৫ পয়েন্ট। মুম্বই সিটি এফসির ৪৭ পয়েন্ট। আগামী সোমবার মুখোমুখি হবে দুই দল। ১৫ তারিখ সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে মুম্বই সিটি এফসিকে হারাতে পারলে বাগানের পয়েন্ট হবে ৪৮। মুম্বইয়ের পয়েন্ট ৪৭-এ আটকে থাকবে। ১৫ তারিখের ম্যাচ ড্র হলেও শিল্ড পেয়ে যাবে মায়ানগরীর এই ফুটবল দল। ফলত মোহনবাগান সুপার জায়ান্টকে দুই ম্যাচেই জিততে হবে।
আইএসএলে বেঙ্গালুরু এফসি ও মোহনবাগান সুপার জায়ান্ট মুখোমুখি হয়েছে মোট আটবার। পাঁচবারই জিতেছে মোহনবাগান, একবার বেঙ্গালুরু ও একটি ম্যাচে ড্র হয়েছে। তবে ঘরের মাঠে শেষ ছ’টি ম্যাচে অপরাজিত রয়েছে বেঙ্গালুরু এফসি। চারটিতে জিতেছে ও দু’টিতে ড্র করেছে তারা।