নিজেদের দলের আরও দুই ফুটবলার ছাড়ল বেঙ্গালুরু এফসি

   এবছর শুরু থেকেই যথেষ্ট পিছিয়ে ছিল বেঙ্গালুরু এফসি (Bengaluru FC)। আসলে এই সিজনে আন্তর্জাতিক টুর্নামেন্ট থাকার দরুণ প্রায় অধিকাংশ সময় জাতীয় শিবিরে থাকতে হয়েছে…

Bengaluru FC Releases Amrit Gope and Vikram Singh from Squad
  

এবছর শুরু থেকেই যথেষ্ট পিছিয়ে ছিল বেঙ্গালুরু এফসি (Bengaluru FC)। আসলে এই সিজনে আন্তর্জাতিক টুর্নামেন্ট থাকার দরুণ প্রায় অধিকাংশ সময় জাতীয় শিবিরে থাকতে হয়েছে সুনীলদের। কিন্তু পরবর্তীতে আইএসএলের দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়ানোর ভাবনা থাকলেও তা সম্ভব হয়নি। পয়েন্ট টেবিলের অনেকটাই নিচে থেকে এবারের অভিযান শেষ করেছে আইএসএল জয়ী এই ফুটবল ক্লাব।

   

তবে সেই হতাশা কাটিয়ে অনেক আগে থেকেই নতুন মরশুমের প্রস্তুতি শুরু করে দিয়েছে বেঙ্গালুরু এফসি। সেজন্য, ক্র্যাটকির দল থেকে পেরেইরা দিয়াজ থেকে শুরু করে তিরি সহ মুম্বাই দলের অধিনায়ক রাহুল ভেকে ও নতুন সিজনে যুক্ত হতে চলেছে বেঙ্গালুরু শিবিরে।

তাদের উপস্থিতি নতুন সিজনে অনেকটাই শক্তিশালী করবে আইএসএল জয়ী ফুটবল ক্লাবকে। আসলে, এবছর সিজনে চোট আঘাতের মতো যথেষ্ট ভুগিয়েছে দলকে। সেই সবকিছু থেকে শিক্ষা নিয়েই নতুন মরশুমের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে বেঙ্গালুরু। তবে শুধু খেলোয়াড় চূড়ান্ত করাই নয় নিজেদের দলের একাধিক ফুটবলারদের ও ছেড়েছে দল।

যাদের মধ্যে রয়েছেন দানিশ সেন্টার ফরোয়ার্ড ওলিভার ড্রস্ট এবং দাপুটে বিদেশি সেন্টার ব্যাক স্লাভকো ডামজানোভিচ। উল্লেখ্য, গত সিজেনে সবুজ-মেরুন জার্সিতে আইএসএল চ্যাম্পিয়ন হলেও এবার তাকে দলে রাখেনি মোহনবাগান। পরবর্তীতে যোগদান করেন বেঙ্গালুরুতে। কিন্তু খুব একটা ভালো পারফরম্যান্স থাকেনি তার। কিন্তু সেখানেই শেষ নয়।

এবার নিজেদের দলের আরো দুই ফুটবলারকে বিদায় জানাল বেঙ্গালুরু এফসি। যাদের মধ্যে রয়েছেন অমৃত গোপী এবং বিক্রম সিং। যতদূর শোনা যাচ্ছে, আইএসএল জয়ী আরেক ফুটবল ক্লাবের সঙ্গে যুক্ত হতে পারেন এই দুই ফুটবলার।