বেঙ্গালুরু’ এফসি’র নতুন Head of Y,outh Development এর পদে আনা হলো নেদারল্যান্ডসের Jan van Loon – কে।মঙ্গলবার আনুষ্ঠানিক ভাবে তার নাম ঘোষণা করলো তার ক্লাব।
Advertisements
৫৬ বছর বয়সী এই ডাচ কোচ PSV Eindhoven এ Guus Hiddink এর সহকারী হিসেবে কাজ করেছে ।এছাড়াও FC Utrecht এবং আর্সেনালের Youth Development বিভাগে কাজ করেছেন।
পরবর্তী সময়ে লুন তার প্রতিক্রিয়ায় বলেছেন, “ভারতে ফুটবলের প্রসার ঘটছে,আগ্রহ বাড়ছে,সেই বিষয়টি দেখে ভালো লাগছে।ফিফা র্যাঙ্কিংয়ে ভারত যাতে আরও উচুঁ’তে স্থান করে নেয়,আমাদের লক্ষ্য থাকবে।এমন ফুটবলার তুলতে চাই ,যারা পরবর্তী সময়ে ভারতের হয়ে খেলতে পারে।
Advertisements
১২-১৮ বছরের ফুটবলার’দের নিয়ে কাজ করতে চাই। আমি নিশ্চিত ওরা ভালো সাফলতা পাবেই ।এমন একটা পদক্ষেপ নেবো যেখানে কোচ এবং ফুটবলার, উভয়ের মধ্যে একটা দারুণ বাতাবরণ নেয়।”