গতবারের পর এবারের সুপার কাপে জেরার্ড জারাগোজার তত্ত্বাবধানে খেলতে (Bengaluru FC)নেমেছিল বেঙ্গালুরু এফসি। শেষ আইএসএলে যথেষ্ট দাপট ছিল কর্নাটকের এই ক্লাবের। যারফলে আইএসএলের সুপার সিক্সে উঠতে খুব একটা অসুবিধা হয়নি। তারপর জারাগোজার তত্ত্বাবধানে দল চলে গিয়েছিল ফাইনালে।
কিন্তু সেখানেই আটকে যেতে হয়েছিল হোসে মোলিনার মোহনবাগান সুপার জায়ান্টের কাছে। সেই হতাশা কাটিয়ে এই সিজনে দলকে সাফল্য দিতে বদ্ধপরিকর ছিলেন এই স্প্যানিশ কোচ। সেইমতো সর্বভারতীয় কাপ টুর্নামেন্ট তথা সুপার কাপকে পাখির চোখ করেছিল বেঙ্গালুরু এফসি। কিন্তু ভালো খেলেও ছিটকে যেতে পাঞ্জাব এফসির কাছে পরাজিত হয়ে।
SIR শুনানির জটিলতা কাটাতে বিশাল সিদ্ধান্ত সুপ্রিমকোর্টের
টাইব্রেকার বদলে দিয়েছিল সমস্ত হিসেবে নিকেশ। তবে সেই ধাক্কা কাটিয়ে দেশের প্রথম ডিভিশন লিগের জন্য নিজেদের প্রস্তুত করার লক্ষ্য ছিল সুনীল ব্রিগেডের। কিন্তু গত কয়েক মাস আগেই সকলকে চমকে দিয়েছিল জারাগোজার দল ছাড়ার বিষয়টি।
ভারতীয় ক্লাব ফুটবলের পরিস্থিতি ও অনিশ্চিত রোড ম্যাপের দিকে নজর রেখেই গত নভেম্বরে ক্লাব ছাড়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন এই স্প্যানিশ কোচ। তাঁর ইচ্ছেকে সম্মান জানিয়েছিল ম্যানেজমেন্ট। এছাড়াও সম্পর্ক ছিন্ন করেছিলেন বাকি সাপোর্টিং স্টাফেরা। পরবর্তীতে গ্ৰীসে নিজের পুরনো ক্লাবেই ফিরে গিয়েছিলেন তিনি।
যদিও সেখানে তাঁকে নিয়ে ব্যাপক অস্বস্তি দেখা দিয়েছিল ক্লাব ম্যানেজমেন্টের। তবে জারাগোজার অবর্তমানে কার হাতে আসবে বেঙ্গালুরু এফসির দায়িত্ব, সেই নিয়ে ব্যাপক ধোঁয়াশা ছিল সকলের মধ্যেই। অবশেষে সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আজ সন্ধ্যায় নিজেদের সোশ্যাল সাইটে ঘোষণা করে দেওয়া হয় হেড কোচের নাম।
এক্ষেত্রে এবার প্রাক্তন ভারতীয় ফুটবলার রেনেডি সিংয়ের উপরেই ভরসা রেখেছে ম্যানেজমেন্ট। তাঁর ছবি আপলোড করে লেখা হয়, ‘বেঙ্গালুরু এফসি আসন্ন ইন্ডিয়ান সুপার লিগ মরসুমের জন্য রেনেডি সিংকে প্রথম দলের প্রধান কোচ হিসেবে ঘোষণা করতে পেরে আনন্দিত।’
পূর্বে এই দলের সহকারী কোচ হিসেবে নিজের দায়িত্ব পালন করেছেন রেনেডি সিং। এমনকি এই সিজনের শুরুতে তাঁদের রিজার্ভ দলের দায়িত্ব ও তুলে দেওয়া হয়েছিল এই ভারতীয় তারকার হাতে। এবার আইএসএলে ও তাঁর উপর ভরসা রাখল দেশের সফল এই ফুটবল ক্লাব।
