নতুন বছরের শুরু থেকে একেবারেই ছন্দে নেই বেঙ্গালুরু এফসি (Bengaluru FC)। জামশেদপুর এফসির কাছে পরাজিত হয়ে এই বছর শুরু করেছে জেরার্ড জারাগোজার ছেলেরা। তারপর কলকাতা ময়দানের আরেক প্রধান তথা মহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা থাকলেও সেটা বাস্তবায়িত হয়নি। শেষ মুহূর্তে গোল হজম করে ঘরের মাঠে পরাজিত হতে হয়েছিল সুনীল ছেত্রীদের। তারপর ও ফেরেনি সুদিন। আটকে যেতে হয়েছে শেষ দুইটি ম্যাচ। শক্তিশালী ওডিশা এফসির কাছে পরাজিত হওয়ার পাশাপাশি পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে হায়দরাবাদ এফসির সঙ্গে।
এমন পরিস্থিতি থেকেই এবার ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ আইএসএল জয়ী এই ফুটবল দলের। সেই অনুযায়ী আগামী ২৭শে জানুয়ারি পরবর্তী অ্যাওয়ে ম্যাচ খেলতে নামবে বেঙ্গালুরু এফসি। সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে তাঁদের লড়াই করতে হবে শক্তিশালী মোহনবাগান সুপার জায়ান্টের বিপক্ষে। বলাবাহুল্য, এবারের এই ইন্ডিয়ান সুপার লিগের প্রথম লেগে কান্তিরাভার বুকে এই দলের কাছে বিরাট বড় ব্যবধানে পরাজিত হতে হয়েছিল বাগান ব্রিগেডকে। সেই ধাক্কা ভুলে এবার এই দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য জেসন কামিন্সদের। সেইমতো নিজেদের প্রস্তুত করছেন দলের সকল ফুটবলাররা। অপরদিকে, দ্বিতীয় লেগে ও জয় পেতে চাইবেন সুনীলরা।
কিন্তু এই হাইভোল্টেজ ম্যাচে আলেকসান্ডার জোভানোভিচকে মাঠে পাবে না জেরার্ড জারাগোজার বেঙ্গালুরু। যা কিছুটা হলেও চিন্তায় রাখবে এই স্প্যানিশ কোচকে। আসলে গত বুধবার নিজেদের ঘরের মাঠে শক্তিশালী ওডিশা এফসির বিপক্ষে খেলতে নেমেছিল কর্নাটকের এই ফুটবল ক্লাব। একটা সময় সেই ম্যাচে এগিয়ে থাকলেও ব্যবধান ধরে রাখা সম্ভব হয়নি আইএসএল জয়ী এই দলের পক্ষে। শেষ পর্যন্ত পরাজিত হয়েই মাঠ ছাড়তে হয় চিংলেসানা সিংদের। পাশাপাশি এই ম্যাচেই লাল কার্ড দেখতে হয়েছিল বেঙ্গালুরু দলের অস্ট্রেলিয়ান ডিফেন্ডার জোভানোভিচকে।
সেই অনুযায়ী মোহনবাগান ম্যাচে তাঁর খেলার কোনও সম্ভাবনাই থাকে না। তবে দিনকয়েক আগেই এই লাল কার্ডের বিষয়টিকে কেন্দ্র করে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের ডিসিপ্লিনারি কমিটির কাছে আপিল করেছিল আইএসএলের ফুটবল ক্লাব। তবে সেখানেও ধাক্কা খেলে বেঙ্গালুরু। যারফলে এখনও বহাল থাকল রেফারির পুরনো সিদ্ধান্ত। যা নিয়ে অখুশি বেঙ্গালুরু সমর্থকরা।