জেরার্ড জারাগোজার দলকে হারিয়ে চমক মানোলোর ছেলেদের

এবার পরাজিত হল বেঙ্গালুরু এফসি। নির্ধারিত সূচি অনুযায়ী শনিবার সন্ধ্যায় গোয়ার ফতৌদা স্টেডিয়ামে নিজেদের সপ্তম ম্যাচ (ISL Clash) খেলতে নেমেছিল জেরার্ড জারাগোজার ছেলেরা। তাঁদের প্রতিপক্ষ…

Bengaluru FC FC Goa in ISL Showdown

এবার পরাজিত হল বেঙ্গালুরু এফসি। নির্ধারিত সূচি অনুযায়ী শনিবার সন্ধ্যায় গোয়ার ফতৌদা স্টেডিয়ামে নিজেদের সপ্তম ম্যাচ (ISL Clash) খেলতে নেমেছিল জেরার্ড জারাগোজার ছেলেরা। তাঁদের প্রতিপক্ষ হিসেবে ছিল মানোলো মার্কুয়েজের এফসি গোয়া। সম্পূর্ণ সময়ের শেষে ৩-০ গোলের ব্যবধানে পরাজিত হতে হয় আইএসএল জয়ী এই ফুটবল ক্লাবকে। এদিন গোয়ার জার্সিতে গোল পান আর্মান্দো সাদিকু, ব্রান্ডন ফার্নান্দেজ এবং ডিজন ড্রাজিচ। এই জয়ের ফলে ৭ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের পাঁচ নম্বরে উঠে আসল গোয়া শিবির।

Also Read | কেরালার বিরুদ্ধে ম্যাচের আগে উন্নতির ‘মূল ক্ষেত্র’ ফাঁস পেট্র ক্র্যাটকির  

ঘরের মাঠে ম্যাচ থাকায় প্রথম থেকেই সক্রিয় দেখাতে শুরু করে ছিল বোরহাদের। তবে সুযোগ পেতেই বেঙ্গালুরু এফসি আক্রমণে উঠে আসতে শুরু করলেও বারংবার বাঁধা পেতে হচ্ছিল সন্দেশ ঝিঙ্গানদের কাছে। কিন্তু সেটা বেশিক্ষণ স্থায়ী হয়নি। প্রথমার্ধে উভয় দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ের দরুন গোলশূন্য ফলাফল থাকলেও দ্বিতীয়ার্ধের ৬৩ মিনিটের মাথায় প্রথম গোল তুলে নেয় গোয়া। বল জালে ঠেলে দেন আর্মান্দো সাদিকু‌। এদিন এই আলবেনিয়ার তারকার কাছে একাধিক বার বলে সুযোগ আসলেও সেটা কাজে লাগাতে পারেননি। না হলে অনায়াসেই হ্যাট্রিক করে ফেলতে পারতেন তিনি।

Also Read | মহামেডান ম্যাচ থেকেই ঘুরে দাঁড়ানোর প্রতিশ্রুতি ইস্টবেঙ্গলের প্রভাতের  

তবে ৭২ মিনিটের মাথায় ব্র্যান্ডন ফার্নান্দেজ গোল করতেই জয় প্রায় নিশ্চিত হয়ে যায় গোয়ার। কিন্তু তবুও আক্রমণ করতে ছাড়েননি বেঙ্গালুরু দলের ফুটবলাররা। কিন্তু প্রতিপক্ষের জমাটবাঁধা ডিফেন্সে আটকে যেতে হয় বারংবার। অপরদিকে ম্যাচের অতিরিক্ত সময় আক্রমণে উঠে ব্যবধান বাড়ান ডিজন ড্রাজিচ। শেষ পর্যন্ত এই ব্যবধানেই আসে জয়। যা নিঃসন্দেহে খুশি করবে সমর্থকদের। উল্লেখ্য, এবারের ফুটবল মরসুমের শুরুটা খুব একটা ভালো না হলেও ধীরে ধীরে ছন্দে ফিরছে এবারের বান্দোতকার ট্রফি জয়ীরা।

Advertisements

Also Read | ইস্টবেঙ্গলের পারফরম্যান্স নিয়ে মুখ খুললেন বিভাস আগরওয়াল  

অপরদিকে অ্যাওয়ে ম্যাচে পয়েন্ট নষ্ট করায় যথেষ্ট হতাশ রাহুল ভেকেরা। আগামী ৮ই নভেম্বর নিজেদের ঘরের মাঠে শক্তিশালী নর্থইস্ট ইউনাইটেডের মুখোমুখি হবে বেঙ্গালুরু এফসি। এই ম্যাচ থেকে পুরো পয়েন্ট পাওয়ার লক্ষ্য থাকবে গুরপ্রীত সিং সিন্ধুদের।