Curtis Main: বেঙ্গালুরু এফসি টিম সম্পর্কে ‘বিস্ফোরক’ কার্টিস

Curtis Main

অবশেষে সমস্ত প্রতিক্ষার অবসান ঘটিয়ে গতকাল বেঙ্গালুরু এফসি (Bengaluru FC) দলের তরফ থেকে ঘোষণা করা হয়েছে ব্রিটিশ স্ট্রাইকার কার্টিস মেইনের (Curtis Main) নাম। যতদূর জানানো হয়েছিল আগামী একটি মরশুমের জন্য সুনীল ব্রিগেডের হয়ে খেলবেন এই তারকা ফুটবলার। সম্প্রতি স্কটিশ প্রিমিয়ার শিপে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি।

তবে আগত নতুন মরশুমে হিরো ইন্ডিয়ান সুপার লিগে এই আইএসএল জয়ী দলের হয়ে খেলতে দেখা যাবে এই তারকা ফুটবলার কে। বর্তমানে এই নতুন ক্লাবের জার্সি পড়ে মাঠে নামার জন্য মুখিয়ে এই তারকা। কিন্তু বর্তমানে তার নিজের এই ক্লাব কে নিয়ে কি ভাবছেন তিনি?

   

একটি জনপ্রিয় মাধ্যমের মুখোমুখি হয়ে কার্টিস বলেন, আমার কাছে বেঙ্গালুরু এফসির প্রস্তাব আশার পর আমাকে খুব একটা কিছু ভাবতে হয়নি। আমি অতি সহজেই সম্মতি জানাই। এমন একটা ক্লাবের সঙ্গে যুক্ত হতে পারা এক কথায় প্রচন্ড গর্বের। এছাড়াও দলের কোচ সাইমনের প্রসঙ্গে তিনি বলেন, আমার সাথে ওনার কিছু কথা হয়েছে।

শেষ মরশুমে তারা কিভাবে গিয়েছিল তা আমাকে সত্যিই খুব আকর্ষিত করেছে। তার যথেষ্ট খ্যাতি রয়েছে। তাছাড়া এই দলের হয়ে যথেষ্ট ভালো কাজ করেছেন। এখনো করে চলেছেন। আমি আশা করি এবার হয়ত দলের সাফল্য অর্জন করা সম্ভব হবে। সেই সাথে তিনি আরও বলেন, বর্তমানে আমি এই দলের জার্সি পরার জন্য মুখিয়ে রয়েছি।

উল্লেখ্য, গত ফুটবল মরশুমের শুরুটা অনবদ্য হলেও শেষটা খুব একটা আরামদায়ক ছিল না। হিরো আইএসএল ফাইনালে পরাজিত হওয়ার পাশাপাশি সুপার কাপের মতো দেশের বৃহৎ ফুটবল টুর্নামেন্টে ও ফাইনালে উঠে ওডিশা এফসির কাছে পরাজিত হতে হয়েছে তাদের। যা নিয়ে হতাশ ছিল দলের সমর্থকরা। হিরো আইএসএলের প্রথমদিকে অনেকটা পিছিয়ে থাকলেও পরবর্তীতে লড়াইতে ফেরে বেঙ্গালুরু। তবে শেষ রক্ষা হয়নি। এটিকে মোহনবাগান দলের কাছে ট্রাইবেকারে হেরে কাপ জয়ের স্বপ্ন শেষ হয়ে গিয়েছে সুনীলদের। তবে এবার ব্যর্থতা মুছে সাফল্য পেতে মরিয়া সাইমন ব্রিগেড।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন