ঠিক যেন মধুর প্রতিশোধ। আইএসএল ফাইনাল হারার বদলা এবার ডেভলপমেন্ট লিগের (Development League) সেমিফাইনালে। আজ রিলায়েন্স কর্পোরেট পার্কের মাঠে ডেভলপমেন্ট লিগের সেমিফাইনাল খেলতে নেমেছিল মোহনবাগান (ATK Mohun Bagan)। প্রতিপক্ষ সেই বেঙ্গালুরু এফসি (Bengaluru FC)।
নির্ধারিত সময়ের শেষে ম্যাচের ফলাফল ১-১ গোল থাকলেও, ট্রাইবেকারে মোহনবাগান কে পরাজিত করে টুর্নামেন্টের ফাইনালে উঠে যায় বেঙ্গালুরু এফসি। আর মাত্র একটা ধাপ। তারপরেই সাফল্যের মিলতে পারে তাদের।
পূর্বে জাতীয় পর্যায় গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছিল সবুজ-মেরুন ব্রিগেড। যারফলে, অতি সহজেই নেক্সটজেন টুর্নামেন্টের যোগ্যতা অর্জন করে কলকাতার এই প্রধান। তবে আজকের ম্যাচ কে ডু অর ডাই মনে করেই খেলতে নেমেছিল সুহেলরা। তবে প্রথমার্ধে কারুর পক্ষেই গোল করা সম্ভব হয়নি। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুর দিকেই গোল করে বেঙ্গালুরু এফসি কে এগিয়ে দেন থই সিং।
ফলাফল গিয়ে দাঁড়ায় ১-০ গোল। তবে নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই গোল করে সমতায় ফেরে মোহনবাগান। গোলদাতা এঙ্গসন সিং। যারফলে, খেলা চলে যায় অতিরিক্ত সময়ে। সেখানে ও ফলাফল না বদলালেও ট্রাইবেকারের মাধ্যমে ম্যাচের নিষ্পত্তি করা হয়। এক্ষেত্রে ৭-৬ গোলে ম্যাচ জিতে নেয় বেঙ্গালুরু।
বলাবাহুল্য, গত মার্চ মাসে একইরকম ভাবে আইএসএল ফাইনাল খেলেছিল দুই দল। সেখানে নির্ধারিত সময়ের শেষে ম্যাচের ফলাফল ছিল ২-২ গোল। তবে ট্রাইবেকারের মাধ্যমে সুনীল ছেত্রীদের পরাজিত করেছিল এটিকে মোহনবাগান। তবে এবার উলোটপূরান। মোহনবাগান কে হারিয়ে ডেভলপমেন্ট লিগের ফাইনালে চলে গেল বেঙ্গালুরু এফসি।