Gerard Zaragoza: মোহনবাগানের বিরুদ্ধে হুঙ্কার দেওয়া কোচ এখন ‘আয়নার সামনে’

    বলেছিলেন মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্টের বিরুদ্ধে তিন পয়েন্ট ছাড়া কিছু ভাবছেন না। এক ইঞ্চি জমিও ছেড়ে দেবেন না বলে জানিয়েছিলেন বেঙ্গালুরু এফসির (Bengaluru…

Bengaluru FC coach Gerard Zaragoza

short-samachar

   

বলেছিলেন মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্টের বিরুদ্ধে তিন পয়েন্ট ছাড়া কিছু ভাবছেন না। এক ইঞ্চি জমিও ছেড়ে দেবেন না বলে জানিয়েছিলেন বেঙ্গালুরু এফসির (Bengaluru FC) কোচ জেরার্ড জারাগোজা (Gerard Zaragoza)। ঘরের মাঠে ০-৪ গোলে দুরমুশ হওয়ার পর বেঙ্গালুরু এফসির কোচ এখন বাস্তবের রুক্ষ জমিতে।

বেঙ্গালুরু এফসি মরসুমের দশম পরাজয় এবং প্রধান কোচ জারাগোজার অধীনে ঘরের মাঠে তাদের প্রথম পরাজয় বরণ করেছে। প্রধান কোচ জেরার্ড জারাগোজা বৃহস্পতিবারের ম্যাচের বিশ্লেষণ দিতে বসেছিলেন ম্যাচ পরবর্তী সাংবাদিক সম্মেলন। এই কোচের অধীনে বেঙ্গালুরু এফসির এটাই ছিল সবথেকে বড় পরাজয়।

জেরার্ড জারাগোজা বলেছিলেন, “প্রথমত এটি একটি কঠিন ফলাফল। আমি মনে করি এটি আমাদের মরসুমের পারফরম্যান্সের একটি আয়না স্বরূপ। প্রথমার্ধে আমরা যেভাবে খেলেছিলেন সেটাকে খুব খারাপ বলা যায় না। আমি ভেবেছিলাম প্রথমার্ধে অন্তত স্কোরলাইনে সমানে সমানে রাখতে পারবো। কিন্তু আমি আগেও বলেছিলাম যে মোহনবাগান এসজি এখানে এসেছিল আমাদের সঙ্গে প্রতিযোগিতা করতে এবং শিল্ড জেতার লক্ষ্য নিয়ে।”

তিনি আরও বলেছেন, “আমরা একটি পেনাল্টি মিস করেছে। আমাদের প্রাপ্ত সুযোগ ছিল সীমিত। কিন্তু দ্বিতীয়ার্ধের প্রথম থেকে তারা যেভাবে শুরু করেছিল, তাতে আমাদের পক্ষে জয় পাওয়া ক্রমে অসম্ভব হয়ে পড়েছিল। মোহনবাগান নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছিল এবং তারা সেটা করে দেখিয়েছে। ছয়-সাত মিনিটের মধ্যে তারা দুটি গোল তুলে নিয়েছিল। প্রায় তিনটি গোল বলা চলে। তখনই ম্যাচ মোহনবাগান সুপার জায়ান্টের দিকে পুরো ঘুরে গিয়েছিল।”