ISL: আইলিগের বদলা আইএসএলে নেবে বেঙ্গালুরু? তুঙ্গে জল্পনা

আইএসএলের (ISL) ফাইনাল। যেখানে গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে এটিকে মোহনবাগানের (ATK Mohan Bagan) মুখোমুখি হবে বেঙ্গালুরু এফসি (Bengaluru FC)। যা

Bengaluru FC ATK Mohun Bagan

অবশেষে এসে গেল সেই দিন। আজ আইএসএল আইএসএলের (ISL) ফাইনাল। যেখানে গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে এটিকে মোহনবাগানের (ATK Mohan Bagan) মুখোমুখি হবে বেঙ্গালুরু এফসি (Bengaluru FC)। যা নিয়ে ক্রমশ পারদ চড়ছে গোয়ার বুকে। তবে ম্যাচের আগেরদিন সাংবাদিক বৈঠকে দুই দলের ফুটবলারদের দেখেই যথেষ্ট চনমনে মনে হয়েছে। আজ ট্রফি জেতার লড়াইয়ে যে কেউ কাউকে এক ইঞ্চি জমি ও ছাড়বেনা তা একেবারে স্পষ্ট।

Advertisements

তবে অতীতের অভিজ্ঞতা খুব একটা ভালো নয় বেঙ্গালুরুর। কারন মোহনবাগানের সঙ্গে যতবারই তাদের দেখা হয়েছে অধিকাংশ ক্ষেত্রেই হারের পাশাপাশি একরাশ হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে। যারমধ্যে অন্যতম হল আইলিগ। সেই ব্যাথা আজ ও তাদের কুড়ে কুড়ে খায়। তবে কি এবার বদলা নেবে বেঙ্গালুরু?

Advertisements

আজ থেকে প্রায় বছর আটেক আগে, আইলিগের শেষ ম্যাচে কান্তিরাভায় বেঙ্গালুরু এফসির মুখোমুখি হয়েছিল মোহনবাগান। সেই ম্যাচে ১ গোলে এগিয়ে থাকলে ও বেলো রাজ্জাকের গোলে ম্যাচের সমতা ফেরায় সবুজ-মেরুন। তারপর ড্র করে পয়েন্টের নিরিখে আইলিগের বিজয়ী হয় মোহনবাগান শিবির। তবে এবার যেন বদলা নেওয়ার মানসিকতা নিয়েই এসেছে সুনীলরা।

গতকাল সাংবাদিক বৈঠকে তিনি বলেন, আমরা বিগত দশটা বছর ধরে এটিকে মোহনবাগানের বিপক্ষে খেলছি। সেটা আইলিগ বা আইএসএল হোক কিংবা অন্য টুর্নামেন্ট। আমাদের খেলাটা টুর্নামেন্টে অন্য এক মাত্রা যোগ করে থাকে প্রত্যেকবার। এবারের আইএসএলে আমরা ওদের বিরুদ্ধে একবার হেরেছি। আর একবার জিতেছি। তবে এবার ফাইনাল হচ্ছে গোয়ায়। ওদের পাশাপাশি আমাদের ও অনেক সমর্থক থাকবে। ভালো খেলাটাই এখানে প্রধান বিষয়।

তবে একথা নিশ্চিত যে আজকের ম্যাচের শুরু থেকে মাঠে থাকবে না দলের অধিনায়ক সুনীল ছেত্রী। তবে সেই নিয়ে যেন কোনও আক্ষেপ নেই এই তারকার। এই প্রসঙ্গে বেঙ্গালুরুর কোচ বলেন, সুনীলের মতো ফুটবলার কে শুরু থেকে বসিয়ে রাখা আমার জীবনের অন্যতম কঠিন সিদ্ধান্ত গুলির মধ্যে একটা। তবে ওর সহযোগীতায় এই কাজটা অনেকটাই সহজ হয়ে গিয়েছে। তবে ছেত্রী ছাড়াও মাঠে নামার জন্য সম্পূর্ণ আত্মবিশ্বাসী বেঙ্গালুরু শিবির। এখন শুধু ম্যাচের বাঁশি বাজার অপেক্ষায় সকলে।