হাড্ডাহাড্ডি লড়াই। আজ ঠিক এমনই ফুটবল ম্যাচের সাক্ষী থাকল কান্তিরাভা স্টেডিয়াম। তবে শেষ রক্ষা হল না মুম্বাই ব্রিগেডের (Mumbai City FC)। নির্ধারিত সময়ে ২-১ ব্যাবধানে এগিয়ে থাকলেও সাডেন ডেথ এ গিয়ে ৯-৮ গোলে বাজিমাত বেঙ্গালুরুর (Bengaluru FC)।
তবে অনেক চেষ্টা করেও দলকে বাঁচাতে পারলেন না লাচেনপা। আইএসএল সেমিফাইনালের প্রথম লেগে ১-০ গোলে ম্যাচ জিতে ছিল রয়কৃষ্ণা রা। জবাবে আজ শুরু থেকেই আক্রমনাত্মক মেজাজে ধরা দিয়েছিল স্টুয়ার্ডের মুম্বাই। গত ম্যাচে সুনীলদের এগিয়ে থাকার দরুন আজ ড্র করলেই ফাইনালের টিকিট পেয়ে যেত তারা। তবে ছেড়ে দেওয়ার পাত্র নয় মুম্বাই সিটি। নির্ধারিত সময়ে গুরপ্রীত কে ২ বার পরাস্ত করে বল জালে জড়িয়ে দেয় মেহতাব সিং রা। অপরদিকে, ১টি গোল করে বেঙ্গালুরু ব্রিগেড। যারফলে ফলাফল গিয়ে দাঁড়ায় ২-২ তে। শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে চলে যায় খেলা।
সেখানেও একাধিক সহজ সুযোগ নষ্ট করে দুটো দল। তারপর ট্রাইবেকার। নির্ধারিত ৫ টি শটে ৫ টি তেই অপ্রতিরোধ্য থাকে দুটি দল। যারফলে ট্রাইবেকার ফলাফল দাঁড়ায় ৫-৫ গোলে। সাডেন ডেথ এ ম্যাচ গড়াতেই ৮-৯ গোলে মুর্তাজা ফলদের পরাজিত করে জয় তুলে নেয় গুরপ্রীত ব্রিগেড। এবার ফাইনালের লড়াই। আগামীকাল এটিকে মোহনবাগান ও হায়দরাবাদ ম্যাচের বিজয়ীর সঙ্গে ই এবারের আইএসএল ফাইনাল খেলবে সুনীল ব্রিগেড। এখন কালকের ম্যাচের দিকেই নজর সকলের।