Bengaluru FC: এই স্প্যানিশ কোচকে দায়িত্ব দিল বেঙ্গালুরু, চিনুন

গত আইএসএল মরশুমে যথেষ্ট দাপুটে পারফরম্যান্স ছিল সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসির (Bengaluru FC)। শুরুটা খুব একটা আরামদায়ক না হলেও পরবর্তীকালে নিজেদের ছন্দে ফিরে আসে এই…

gerard zaragoza

গত আইএসএল মরশুমে যথেষ্ট দাপুটে পারফরম্যান্স ছিল সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসির (Bengaluru FC)। শুরুটা খুব একটা আরামদায়ক না হলেও পরবর্তীকালে নিজেদের ছন্দে ফিরে আসে এই ফুটবল দল। যার দরুণ কেরালা ব্লাস্টার্স থেকে শুরু করে একের পর এক ফুটবল দলকে পরাজিত করে টুর্নামেন্টের সেমিফাইনালে উঠে এসেছিল গুরপ্রীতরা। সেখানে হাড্ডাহাড্ডি লড়াই করে মুম্বাই সিটি এফসিকে পরাজিত করে ফাইনালে উঠে আসে সুনীলরা।

কিন্তু শেষ রক্ষা হয়নি। ট্রাইবেকারে তাদের পরাজিত হতে হয়েছিল হুয়ান ফেরেন্দোর মোহনবাগান সুপারজায়ান্টস দলের কাছে। যা নিঃসন্দেহে বিড়াট ধাক্কা ছিল তাদের কাছে। তবে পরবর্তীতে সুপার কাপ ফাইনালে তাদের পরাজিত হতে হয় ওডিশার বিপক্ষে। যা নিয়ে হতাশ ছিল সকলেই।

তবে নতুন মরশুম থেকে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা থাকলেও একের পর এক ম্যাচে ধরাশায়ী হতে হয় আইএসএল জয়ী এই ফুটবল দলকে। শেষ ম্যাচে ও ওয়েন কোয়েলের চেন্নাইন দলের বিপক্ষে পরাজিত হতে হয়েছে তাদের। যা নিয়ে একদম খুশি নয় দলের সমর্থকরা। এসবের মাঝেই চাকরি গিয়েছে দলের পুরোনো কোচ সাইমনের। গত কয়েকদিন আগেই চাকরি খুইয়েছেন তিনি। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছিল যে কে হবেন নতুন কোচ? এক্ষেত্রে স্টিফেন কনস্ট্যান্টাইনের নাম একাধিকবার উঠে আসলেও তা নিয়ে পরবর্তীতে কিছু জানা যায়নি। শেষ পর্যন্ত আজ কিছু ঘন্টা আগে নিজের ফেসবুক পেজ থেকে নয়া কোচের নাম ঘোষণা করে বেঙ্গালুরু এফসি।

সেই অনুযায়ী নয়া কোচ হিসেবে এবার দায়িত্ব পেয়েছেন জেরার্ড জারাগোজাকে। এবার এই মরশুমে নয়া স্প্যানিশ কোচের উপরেই ভরসা করছে বেঙ্গালুরু ম্যানেজমেন্ট। পূর্বে ও স্পেনের একাধিক দলের দায়িত্ব সামলেছেন তিনি। এবার ফের ভারতীয় ক্লাবের দায়িত্ব তার কাঁধে। গতবারের মতো এবার ও খাদের কিনারা থেকে দলকে চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে আনাই একমাত্র লক্ষ্য এই কোচের।