Shamit Shome: বিদেশি ফুটবলে খেতাব জিতলেন এক বাঙালি

Shamit Shome

বাঙালি ছড়িয়ে রয়েছে গোটা বিশ্বে। অনেকে খেলছেন ইউরোপের কোনো না কোনো নামকরা ক্লাবে। তাঁদের মধ্যেই একজন সম্প্রতি জিতেছেন খেতাব। ফুটবলারের নাম শমিত শোম (Shamit Shome)। থাকেন কানাডায়। সেখানকারই ফুটবল ক্লাবে খেলছেন চুটিয়ে। ছোটো থেকে ফুটবলকে বেছে নিয়েছিলেন নিজের পেশাদার কেরিয়ার হিসেবে। ইতিমধ্যে একাধিক শিরোপা জিতেছেন শমিত শোম। তাঁর ট্রফি ক্যাবিনেটে যুক্ত হল আরও একটা শিরোপা।

শমিত শোম সম্প্রতি কানাডিয়ান প্রিমিয়ার লিগ শিল্ড জিতেছেন। খেলেন কাভালরি এফসির হয়ে। প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী কাভালরি ফুটবল ক্লাবে চলতি বছরেই যোগ দিয়েছিলেন তিনি। খেলেন মূলত মিডফিল্ডার হিসেবে। ২০২৪ পর্যন্ত এই ক্লাবেই তাঁর থাকার কথা রয়েছে।

   

পরে দুই পক্ষের সম্মতিতে চুক্তি বাড়িয়ে নেওয়া যেতে পারে ২০২৫ সাল পর্যন্ত। চলতি মরসুমে কাভালরি এফসির হয়ে প্রায় কুড়িটি ম্যাচ খেলা হয়ে গিয়েছে বাংলাদেশী বংশোদ্ভুত এই ফুটবলারের।

কানাডিয়ান প্রিমিয়ার লিগ শিল্ড জেতার আগে শোমের নামের পাশে ছিল মন্টেরেয়াল ইম্প্যাক্ট ক্লাবের হয়ে পাওয়া কানাডিয়ান চ্যাম্পিয়নশিপ, ২০১৯। ব্যক্তিগতভাবে নিজের প্রতিভার জোরে জিতেছিলেন পুরস্কার। ২০১৫ সালে কানাডা ওয়েস্ট রুকি অফ দ্যা ইয়ার সম্মানে সম্মানিত করা হয়েছিল তাঁকে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন