Sahil Harijan: জাতীয় লিগে টপ গোলস্কোরার হওয়ার দৌড়ে এক বাঙালি স্ট্রাইকার

বাঙালি স্ট্রাইকার আছে, এখনও আছেন। প্রতিভা থাকলে এবং সুযোগ পেলে বাংলার ছেলেরাও গোল করার ক্ষমতা রাখেন। দ্বিতীয় ডিভিশনের আই লিগে টপ গোলস্কোরার হওয়ার দৌড়ে রয়েছেন…

Sahil Harijan

বাঙালি স্ট্রাইকার আছে, এখনও আছেন। প্রতিভা থাকলে এবং সুযোগ পেলে বাংলার ছেলেরাও গোল করার ক্ষমতা রাখেন। দ্বিতীয় ডিভিশনের আই লিগে টপ গোলস্কোরার হওয়ার দৌড়ে রয়েছেন সাহিল হরিজন (Sahil Harijan)।

Advertisements

আই লিগের দ্বিতীয় ডিভিশনে খেলছে ইউনাইটেড স্পোর্টস। দল হিসেবে প্রত্যাশিত সাফল্য পায়নি পার্পল ব্রিগেড। ব্যক্তিগতভাবে সাহিল নিজের কাজটা করে গিয়েছেন সমানে। মাঝে কয়েকটা ম্যাচে গোল না পেলেও নিজের ফর্মে আবার ফিরে এসেছেন। আই লিগ ২-এর সর্বোচ্চ গোলদাতা হওয়ার দৌড়ে আপাতত তিনি সবার থেকে এগিয়ে রয়েছেন।

Advertisements

শনিবার মহারাষ্ট্রের অরেঞ্জ এফসির বিরুদ্ধে ইউনাইটেড স্পোর্টসের ম্যাচ ছিল। ১-১ গোলে ড্র হয়েছে। গোল করেছেন সাহিল হরিজন। তার আগের ম্যাচেও খুঁজে পেয়েছিলেন প্রতিপক্ষের নেট। বেঙ্গালুরু ইউনাইটেডের বিরুদ্ধে জিতেছিল ৫-৩ গোলে। ইউনাইটেড স্পোর্টসের হয়ে সাহিল এই ম্যাচে করেছিলেন জোড়া গোল।

তিলক ময়দানে পার্পল ব্রিগেডের পরবর্তী ম্যাচ স্পোর্টিং ক্লুব দি গোয়ার বিরুদ্ধে, আগামী ২৭ এপ্রিল ম্যাচ। স্পোর্টিং ক্লুবের বিরুদ্ধে গোল করে নিজের রেকর্ড আরও সুন্দর করতে চাইবেন সাহিল। টুর্নামেন্টে ইতিমধ্যে তিনি করেছেন ৯ গোল। ৮ গোল করে ঠিক তাঁর পরেই রয়েছেন অরেঞ্জ এফসির সঞ্চিত ঘোষ। তৃতীয় স্থানে রয়েছেন স্পোর্টিং ক্লুব বেঙ্গালুরুর থময় সিমরে। স্পোর্টিং ক্লুব বেঙ্গালুরুর এখনও দুটি ম্যাচ বাকি রয়েছে।