East Bengal FC: ইংল্যান্ড কাঁপাতে চলেছেন ইস্টবেঙ্গলের ৬ বাঙালি

East-Bengal-FC East bengla club house

Advertisements

সিনিয়র দলের পাশাপাশি জুনিয়র ফুটবলার তুলে নিয়ে আসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ইস্টবেঙ্গল (East Bengal FC)। নেক্সট জেন (Next Gen) কাপ খেলার জন্য ইংল্যান্ডে যাচ্ছে লাল হলুদ ব্রিগেড। ইতিমধ্যে স্কোয়াড ঘোষণা করেছে ইস্টবেঙ্গল। স্কোয়াডে রয়েছেন ৬ তরুণ বাঙালি ফুটবলার।

   

Mohun Bagan: এনগোলো কান্তের ক্লাবে সই করলেন মোহনবাগানের প্রাক্তন ফুটবলার

নেক্সট জেন কাপ খেলতে চলেছে ইস্টবেঙ্গল। ইংল্যান্ডের তিন নামকরা ক্লাবের বিরুদ্ধে খেলতে চলেছে দল। সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হয়েছে ইস্টবেঙ্গলের নেক্সট জেন কাপের ক্রীড়া সূচি। লাল হলুদের প্রথম ম্যাচ ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে। তারপরের দু’টি ম্যাচ রয়েছে যথাক্রমে এভারটন ও অ্যাস্টন ভিলার বিরুদ্ধে।

কবে কবে রয়েছে ইস্টবেঙ্গলের ম্যাচ?

  • ১ অগস্ট- ইস্টবেঙ্গল বনাম ক্রিস্টাল প্যালেস
  • ২ অগস্ট- ইস্টবেঙ্গল বনাম এভারটন
  • ৩ অগস্ট- ইস্টবেঙ্গল বনাম অ্যাস্টন ভিলা

নেক্সট জেন কাপের জন্য ইস্টবেঙ্গলের স্কোয়াড:

Advertisements
  • গোলকিপার- কমলউদ্দিন, গৌরব সাউ
  • ডিফেন্ডার- আদিল অমল, মহম্মদ জেসিল কে, বাথালা সুনীল, কে বুনন্দ সিং, জোসেফ জাস্টিন
  • মিডফিল্ডার- ভানলালপেকা গুইতে, গুরনাজ সিং গ্রেওয়াল, অনন্থু এনএস, তন্ময় দাস, নসীব রহমান, শ্যামল বেসরা, মহম্মদ রোশাল পিপি, মহম্মদ মুশারফ
  • ফরওয়ার্ড- দেবজিৎ রায়, মহম্মদ আশিক, সুমন দে, সায়ন ব্যানার্জী

Paris Olympics: হাসপাতাল থেকে ফিরে এসে অলিম্পিক, পদক জয়ের দিকে এগোলেন প্রীতি

বাঙালি ফুটবলার ক’জন?

গৌরব সাউ, তন্ময় দাস, শ্যামল বেসরা, দেবজিৎ রায়, সুমন দে, সায়ন ব্যানার্জী।