HomeSports Newsভারতীয় দলে নেই বাঙালি ফুটবলার, বাংলাকে বঞ্চনার অভিযোগ তুলে সরব বাংলা পক্ষ

ভারতীয় দলে নেই বাঙালি ফুটবলার, বাংলাকে বঞ্চনার অভিযোগ তুলে সরব বাংলা পক্ষ

- Advertisement -

২৪ আগস্ট কাফা নেশনস কাপের (CAFA Nations Cup 2025) জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন ভারতীয় দলের নতুন কোচ খালিদ জামিল (Khalid Jamil)। কিন্তু সেখানেই সুযোগ হল না বাঙালি ফুটবলারের। আর এই দল দেখেই কার্যত হতবাক বাংলার ফুটবল প্রেমীরা। কল্যাণ চৌবে ফেডারেশনের(AIFF) সভাপতি। তাঁর উত্থানই এই বাংলার ফুটবল থেকে। কিন্তু ভারতীয় ফুটবল দল এবার বাঙালি(Bengali Footballer) বিহীন। এমন দল দেখে ক্ষোভ উগরে দিয়েছেন প্রাক্তন ফুটবলাররা। বাংলাকে (Bengal) বঞ্চনা করার কথা্ই উঠে আসছে তাদের মুখে। এবার এই নিয়েই সুর চড়ালেন বাংলা পক্ষের (Bangla Pokkho) সাধারণ সম্পাদক কৌশিক মাইতি (Kausik Maiti)।

একসময় যে ভারতীয় দলে অসংখ্য বাঙালি ফুটবলাররা খেলতেন, সেখানেই কেন বাঙালি ফুটবলারদের বারবার বঞ্চিত করা হচ্ছে। প্রশ্ন তুলছেন প্রাক্তন থেকে বিশেষজ্ঞরা। তাদের মতে এই ঘটনাও বাঙালি বিদ্বেষের থেকে কোনও অংশে কম নয়। শুরু হয়ে গিয়েছে তর্জা। কল্যাণ চৌবেকেই(Kalyan Chaubey) কার্যত দায়ী করছেন প্রাক্তন ফুটবলারদের একাংশ।

   

কৌশিক মাইতি নিজস্ব এক্স হ্যান্ডলে একটি ছবি পোস্ট করেছেন। যদিও সেটি একটি সংবাদপত্রের কাটআউট। সেই সংবাদের শিরোনামে লেখা ‘বাঙালিহীন ভারতীয় দল, হতাশ সুব্রত-মনোরঞ্জনরা’। কৌশিক মাইতির পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে , “কি বাঙালি! কেমন লাগছে? বাঙালি বিহীন ভারতীয় দল৷ এই তো এই বছরই সন্তোষ ট্রফি জিতলো বাংলা। তারপরও এই বঞ্চনা। বাংলা পক্ষ ভুল বলে? বাঙালি ছাড়া ভারতীয় দল কি ভালো খেলে? পরপর তো পিছোচ্ছে ভারতীয় দল।”

Bengali Footballers excluded from Indian Football Team for CAFA Nations Cup 2025 where Bangla Pokkho raises discrimination allegation

- Advertisement -
Subhasish Ghosh
Subhasish Ghoshhttps://kolkata24x7.in/author/sports-news-desk
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক। ২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular