ন্যাশনাল গেমসের (National Games) জন্য অনেক আগে থেকেই প্রস্তুতি নিতে শুরু করেছিল প্রত্যেকটি ফুটবল দল। বাদ যায়নি বাংলা। দীর্ঘ অনুশীলন শেষে নিজেদের গোটা স্কোয়াড ঘোষণা করা হয় তাদের তরফ থেকে। তারপর এই ইভেন্টে অংশগ্রহনের উদ্দেশ্যে তড়িঘড়ি করে তাদের পাঠিয়ে দেওয়া হয় গোয়ায়। সূচী অনুযায়ী আগামী ২৭ তারিখ থেকে নিজেদের অভিযান শুরু করবে বাংলার মহিলা দল। প্রতিপক্ষ হিসেবে রয়েছে তামিলনাড়ু। বিকেল ৪টে নাগাদ আয়োজিত হবে এই ম্যাচ। এখন সেদিকেই নজর সকলের।
যতদূর জানা গিয়েছে, এবারের এই ইভেন্ট কে কেন্দ্র করে মোট ২০ জন ফুটবলারকে স্কোয়াডে রাখা হয়েছে। যাদের মধ্যে দলের গোলরক্ষক হিসেবে রয়েছেন মঞ্জু ও গুরুবারি মান্ডি। পাশাপাশি দলের রক্ষনভাগ সামাল দেওয়ার জন্য থাকছেন ত্রিশা মল্লিক, রত্না হালদার, মিনিতা রায়, গীতা দাস, সুমিত্রা মান্ডি, অনিতা ও মমতা সিং। মাঝমাঠের দখল নেওয়ার জন্য থাকছেন সুলঞ্জনা রাউল, অনিবালা, সাথী দেবনাথ, রিম্পা হালদার, মৌসুমি মুর্মু, মমতা মাহাতো, সুস্মিতা বর্ধন, ও মুগলি হেমব্রম।
এছাড়াও দলের ফরোয়ার্ড লাইনে ঝড় তোলার জন্য থাকছেন দেবনীতা রায় ও তুলসী হেমব্রম। এবার এই স্কোয়াডের দিকেই তাকিয়ে সকলে। উল্লেখ্য, আগামী ২৭ তারিখ তামিলনাড়ুর বিপক্ষে ম্যাচ খেলার পর ২৯ তারিখ মনিপুরের বিপক্ষে খেলতে হবে তাদের। এরপর ৩১ তারিখ সকালে ঝাড়খন্ডের সাথে নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে বাংলা দল। যতদূর জানা গিয়েছে, এবারের এই টুর্নামেন্টের দুইটি গ্রুপ থেকে বেছে নেওয়া হবে দুটি করে দলকে। যারা পরবর্তীতে সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে।