Santosh Trophy: সন্তোষ ট্রফির মূলপর্বে খেলতে ভুবনেশ্বরে রওনা দিচ্ছে বাংলা

বৃহস্পতিবার ভুবনেশ্বরে রওনা দিচ্ছে বিশ্বজিৎ ভট্টাচার্যের কোচিনাধীন বাংলা দল সন্তোষ ট্রফির (Santosh Trophy) মুলপর্বে অংশগ্রহণ করতে। বুধবার তাদের শুভেচ্ছা জানাতে কল‍্যানীর মাঠে উপস্থিত ছিলেন আইএফএ সচি

Bengal Santosh Trophy

short-samachar

বৃহস্পতিবার ভুবনেশ্বরে রওনা দিচ্ছে বিশ্বজিৎ ভট্টাচার্যের কোচিনাধীন বাংলা দল সন্তোষ ট্রফির (Santosh Trophy) মুলপর্বে অংশগ্রহণ করতে। বুধবার তাদের শুভেচ্ছা জানাতে কল‍্যানীর মাঠে উপস্থিত ছিলেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত সহ বাদবাকি আইএফএর কর্তারা। ন‍্যাশনাল গেমস চ‍্যাম্পিয়ন হয়েছিল বাংলা, এবার বঙ্গ ব্রিগেড সন্তোষ ট্রফি জিতবে, সেই বিষয় আশাবাদী আইএফএ সচিব অনির্বাণ।

   

শেষ নয়দিন কল‍্যানী বিশ্ববিদ্যালয়ের মাঠে অনুশীলন করেছে বাংলা দল। এই সুযোগ দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন অনির্বাণ দত্ত। ন‍্যাশনাল গেমসের সময় থেকে বাংলার পাশে থেকেছে কল‍্যানী বিশ্ববিদ্যালয়। সম্পূর্ণ বিনা খরচে কল‍্যানীর মাঠে প্রাক্টিস করেছে বাংলা দল, এর আগেও করেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের মাঠের সব রকম পরিকাঠামো ব‍্যবহার করার অনুমতি দিয়েছে। দলের উপর পুরোপুরি খেয়াল রেখেছে। সব সময় দলের কোচ এবং ফুটবলারদের পাশে থেকেছেন।তাই তাদের বিশেষ ধন্যবাদ জানিয়েছেন আইএফএ সচিব।

সার্ভিসেস, মনিপুর, দিল্লির সাথে একই গ্রুপে আছে বাংলা সন্তোষ ট্রফির মুলপর্বে। লড়াই যে কঠিন সেটা মেনে নিলেও দলের ভালো পারফরম্যান্স দেওয়ার ব‍্যাপারে আশাবাদী কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য থেকে শুরু করে অধিনায়ক নরহরি শ্রেষ্ঠা। এর আগে ন‍্যাশনাল গেমেসে খেলাকালীণ পঞ্জাব, কেরালার মতো শক্তিশালী দল গুলোর বিরুদ্ধে লড়াই করেছিল তার দলের ফুটবলাররা।

তাদের হারাতে পারলে এখন কেনো প্রতিপক্ষ দলেদের নিয়ে এতো ভাবনা চিন্তা করা ? সাংবাদিকদের পাল্টা প্রশ্ন করেছেন বাংলা দলের কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য। জানিয়েছেন তার দল কোনও প্রতিপক্ষ দলকে ছোটোভাবে দেখেন না, মানেন সব দল তাদের তুলনায় ভালো।তাই প্রতিপক্ষকে ভালো ভাবে খেলে হারিয়ে ট্রফি জয়টাই এখন লক্ষ‍্য হতে চলেছে বাংলার।