Bengal : ফুটবলে উৎসাহ দিতে বাংলার দুই খেলোয়াড়কে চাকরি দিল নবান্ন

সরকারি চাকরি পেলেন বাংলার (Bengal) দুই ফুটবলার। বৃহস্পতিবার নবান্নে এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানিয়েছেন রাজ্যের ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস।

সন্তোষ ট্রফির ফাইনালে উঠে হেরে গিয়েছিল বাংলার। কেরালার বিরুদ্ধে লড়াই করেও পাওয়া যায়নি তেত্রিশতম সন্তোষ ট্রফি সেরার শিরোপা। তবে টুর্নামেন্টে ধারাবাহিক পারফর্ম করে ফুটবল প্রেমীদের মন জয় করে নিয়েছেন বঙ্গ সন্তানেরা। বিষয়টি রাজ্য সরকারেরও চোখ এড়ায়নি।

   

এদিন নবান্ন থেকে বড় ঘোষণা করেছেন রাজ্যের ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস। মনোতোষ চাকলাদার এবং দিলীপ ওঁরাও-কে দেওয়া হয়েছে সরকারি চাকরি। দুজনেই গরীব পরিবারের সন্তান। আর্থিক অনটনের সঙ্গে পাঞ্জা লড়ে দিন কাটায় তাঁদের পরিবার।

চাকলাদার পরিবারের মাথার ওপর নেই পাকা ছাদ। টালির চালের বাড়ি। বাবা রাজমিস্ত্রি। দিলীপের বাড়ি নাগেরবাজারের কাজিপাড়ায়। তাঁর বাবা পুরসভার একজন সাফাই কর্মী। বাড়িতে এখনও নেই বিদ্যুৎ সংযোগ।

বাংলার ফুটবলারদের প্রতি রাজ্য সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানাবেন ক্রীড়া প্রেমীরা। মনোতোষ, দিলীপদের দেখে আগামী দিনে আরও প্রতিভা উঠে আসবেন বলে আশা করতে পারেন রাজ্যবাসী। আশা করছে রাজ্য সরকার।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন