Bengal: রক্ষণে প্রীতম-তন্ময়, মাঝমাঠে ফৈজল, আক্রমণে মশাল হাতে ফারদিন-শুভম

ভারতীয় ফুটবল মানচিত্রে এখনও দাপট রয়েছে বাংলার (Bengal)। প্রায় সব বিভাগেই রয়েছেন দক্ষ ফুটবলার। শূন্য পড়ে আক্রমণ। দীপেন্দু বিশ্বাসদের উত্তরসূরীর সন্ধান মেলেনি এখনও। আগামী দিনে…

ভারতীয় ফুটবল মানচিত্রে এখনও দাপট রয়েছে বাংলার (Bengal)। প্রায় সব বিভাগেই রয়েছেন দক্ষ ফুটবলার। শূন্য পড়ে আক্রমণ। দীপেন্দু বিশ্বাসদের উত্তরসূরীর সন্ধান মেলেনি এখনও। আগামী দিনে তারকা হতে পারেন শুভম ভৌমিক, ফারদিন আলি মোল্লা।

এখনও ফুরিয়ে যায়নি বাংলার ফুটবল। যার জলজ্যান্ত প্রমাণ সদ্য শেষ হওয়া সন্তোষ ট্রফি। আগামী দিনের তারকা হওয়ার মতো রসদ রয়েছে একাধিক ফুটবলারের মধ্যে। নতুন এবং অভিজ্ঞ বাঙালিদের নিয়ে তৈরি হতে পারে শক্তপোক্ত একাদশ। সন্তোষ ট্রফির পাশাপাশি এবারের আই লিগেও একাধিক বঙ্গ তনয় ভালো খেলেছেন। তাঁদের একত্রিত করলে ভালো দল গঠন করা সম্ভব।

   

গোলরক্ষকের ভূমিকায় একাধিক ফুটবলার রয়েছেন। অরিন্দম ভট্টাচার্য, দেবজিৎ মজুমদার থেকে ভাস্কর রয়, প্রিয়ান্ত সিং। দরকারে এখনও ত্রাতা হতে পারেন সুব্রত পাল। রক্ষণভাগে প্রীতম কোটাল, প্রবীর দাস, শুভাশীষ, সার্থক গোলুই, তন্ময় ঘোষ, মনোজ মহম্মদরা রয়েছেন। মাঝমাঠে প্রণয় হালদার, মহিতোষ রায়, মনোতোষ চাকলাদার, ফৈজল আলি, নবি হোসেন রয়েছেন।

রক্ষণ, মাঝমাঠ তো হল। কিন্তু আক্রমণে, গোল করবেন কে? এই একটি বিভাগেই এখনও যোগ্য একজন ফুটবলারের রয়েছে বাংলা। দীপেন্দু বিশ্বাস, অসীম বিশ্বাসের পর জাতীয় স্তরে কোনো বাঙালি স্ট্রাইকারকে সে’ভাবে দাপিয়ে খেলতে দেখা যায়নি। দীপেন্দুদের আগে ছিলেন সুভাষ ভৌমিক, বিশ্বজিৎ ভট্টাচার্য, শিশির ঘোষ এবং আরও অনেকে।

Advertisements

বছর খানেক আগে শঙ্কর ওরাওঁ কিংবা হালের শুভ ঘোষ আশার আলো দেখালেও তাঁরা পারেননি। মোহনবাগানের হয়ে মনে রাখার মতো কিছু মুহূর্ত উপহার দেওয়ার পর প্রায় হারিয়ে গিয়েছেন শুভ ঘোষ।

প্রতিভার পূর্ণ বিকাশ হলে আরও এক ভৌমিককে স্ট্রাইকার হিসেবে পেতে পারে ময়দান। তিনি শুভম ভৌমিক। সন্তোষ ট্রফিতে বাংলার হয়ে শুরুতেই নজর কেড়েছিলেন। গোল করেছিলেন। শুভম যে গোল চেনেন সে বিষয়ে সন্দেহ নেই। শুভ ঘোষ-ও চিনতেন। কিন্তু হারিয়ে গিয়েছেন। আগামী দিনে বাঙালি স্ট্রাইকার তুলে আনতে গেলে শুভমদের নিরুদ্দেশ হতে দিলে চলবে না। ঘষামাজা করলে হয়তো পাওয়া যেতে পারে খাঁটি হীরে।

ফারদিন আলি মোল্লার ক্ষেত্রেও একই কথা খাটে। বাংলার হয়ে প্রচুর গোল করেছেন। সন্তোষ ট্রফিতে সর্বোচ্চ গোলদাতার দৌড়ে ছিলেন। এটিকে মোহন বাগানের স্কোয়াডে রয়েছেন, দলের সঙ্গে অনুশীলন করেন। আগামী দিনের তারকা ফরোয়ার্ড হওয়ার রসদ রয়েছে দু’জনের মধ্যেই।