ISL হাতছাড়া হলেও বাংলার ফুটবলের জন্য ভালো মরসুম

মোহনবাগান সুপার জায়ান্ট ইন্ডিয়ান সুপার লিগ (ISL) জিতলে আরো ঝলমলে হতে পারতো রবিবার। বাংলায় আসত আইএসএল ট্রফি। সব মিলিয়ে এবার মরসুম বঙ্গ ফুটবলের জন্য মন্দ…

Mohun Bagan Super Giant

মোহনবাগান সুপার জায়ান্ট ইন্ডিয়ান সুপার লিগ (ISL) জিতলে আরো ঝলমলে হতে পারতো রবিবার। বাংলায় আসত আইএসএল ট্রফি। সব মিলিয়ে এবার মরসুম বঙ্গ ফুটবলের জন্য মন্দ গেল না।

Advertisements

জাতীয় টুর্নামেন্টে আধিপত্য বিস্তার করে খেলেছে বাংলার তিন ক্লাব- মোহনবাগান সুপার জায়ান্ট, ইস্টবেঙ্গল ও মহামেডান স্পোর্টিং ক্লাব। ডুরান্ড কাপ জিতেছে মোহনবাগান, তারপর কলিঙ্গ সুপার কাপ জিতল ইস্টবেঙ্গল, লিগ শিল্ড সবুজ মেরুন শিবিরে, মহামেডান জিতেছে আই লিগ। এবারের মরসুমে বঙ্গে এসেছে জাতীয় পর্যায়ের সেরা চারটি ট্রফি।

Advertisements

মহামেডান স্পোর্টিং ক্লাব বিগত কয়েক মরসুমে ভালো পারফরম্যান্স করেছিল। কিন্তু আই লিগ জিততে পারেনি। এবার সেই সেই আক্ষেপ পূর্ণ হয়েছে সাদা কালো শিবিরের। আই লিগ জিতে দেশের সর্বোচ্চ ফুটবল লিগ আইএসএল খেলবে মহামেডান স্পোর্টিং ক্লাব।

চলতি মরসুমেও দীর্ঘ কয়েক বছরের ট্রফি খরা কাটিয়েছে ইস্টবেঙ্গল। ইন্ডিয়ান সুপার লিগে পারফরম্যান্স বলার মতো না হলেও কলিঙ্গ সুপার কাপ জিতে সমর্থকদের খেতাব জয়ের স্বাদ দিতে পেরেছে ক্লাব। সুপার কাপ জয়ের সুবাদে আন্তর্জাতিক ম্যাচে ফিরতে চলেছে লাল হলুদ ব্রিগেড।

মরসুমকে আরো স্মরণীয় করতে পারতো মোহনবাগান সুপার জায়ান্ট। ডুরান্ড জিতে মরসুম শুরু, আইএসএল জিতে মরসুম শেষ করতে পারলে সম্পূর্ণ হতো একটা বৃত্ত। খেলায় হার-জিৎ থাকেই- যা গেছে তা যাক। ডুরান্ড, লিগ শিল্ড জিতে আধিপত্য বজায় রেখেছে মোহনবাগান।